NCSM Mumbai Jobs 2025

কর্মী নিয়োগ করবে এনসিএসএম, কী ভাবে আবেদন করবেন?

ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজ়িয়ামস (এনসিএসএম)-এর মুম্বই শাখায় কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ১২:৫৪
Share:
National Council of Science Museums.

ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজ়িয়ামস। ছবি: সংগৃহীত।

ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী,মুম্বইয়ের নেহরু সায়েন্স সেন্টারে সিকিউরিটি অ্যান্ড মেনটেনেন্স অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। কারা আবেদন করতে পারবেন, সেই সম্পর্কিত বিশদ তথ্য নিচে দেওয়া হল।

Advertisement

উল্লিখিত পদে স্থল, বিমান কিংবা নৌবাহিনী থেকে জুনিয়র কমিশনড র‌্যাঙ্কে অবসরপ্রাপ্ত ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। এ ছাড়াও প্যারামিলিটারি কিংবা পুলিশ বিভাগের অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ কর্মীরাও সংশ্লিষ্ট পদে কাজের জন্য আবেদন করতে পারবেন। তবে, তাঁদের যে কোনও বিষয়ে স্নাতক হওয়া প্রয়োজন।

এ ছাড়াও প্রার্থীদের ফায়ার ফাইটিং এবং সেফটি বিভাগে পূর্বে কাজের অভিজ্ঞতা এবং জ্ঞান থাকা অবশ্যক। প্রার্থীদের বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে। নিযুক্ত ব্যক্তি প্রতি মাসে ৮৮ হাজার ৬৪৫ টাকা বেতন হিসাবে পাবেন।

Advertisement

ডাকযোগে আবেদন জমা দেওয়ার শেষ দিন ৯ মে। আবেদনমূল্য ১,১৮০ টাকা। এই বিষয়ে আরও জেনে নিতে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের ওয়েবসাইটটি দেখতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement