ইঞ্জিনিয়ার নিয়োগে নয়া নীতি

প্রশাসনিক কর্তাদের একাংশের পর্যবেক্ষণ, এত দিন রাজ্য সরকারের অনুমতিসাপেক্ষে পুর-কর্তৃপক্ষই ইঞ্জিনিয়ার নিয়োগ করতেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৯ ০৪:২৩
Share:

ছবি: সংগৃহীত।

পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি-র আদলে এ বার মিউনিসিপাল সার্ভিস কমিশনের মাধ্যমে পুরসভাগুলিতে ইঞ্জিনিয়ার নিয়োগ পদ্ধতি চালু করার পরিকল্পনা করছে রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রের খবর, শীঘ্রই এই পদ্ধতিতে সব পুরসভায় নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।

Advertisement

প্রশাসনিক কর্তাদের একাংশের পর্যবেক্ষণ, এত দিন রাজ্য সরকারের অনুমতিসাপেক্ষে পুর-কর্তৃপক্ষই ইঞ্জিনিয়ার নিয়োগ করতেন। বদলি ছিল না। তাতে ইঞ্জিনিয়ারদের পদোন্নতির সুযোগ কমে যেত। তা ছাড়া দীর্ঘদিন এক জায়গায় থেকে যাওয়ায় অনেক ইঞ্জিনিয়ারের মধ্যে দুর্নীতির প্রবণতা দেখা যেত। নতুন নিয়োগ-পদ্ধতিতে নির্দিষ্ট সময় অন্তর বিধি অনুযায়ী ইঞ্জিনিয়ারদের বদলি হতে হবে। দুর্নীতির সুযোগ কমবে। কোন পুরসভায় ক’জন ইঞ্জিনিয়ার প্রয়োজন, তা জানালে নতুন পদ্ধতিতে নিয়োগ-প্রক্রিয়া চালাবে কমিশন। এতে পদোন্নতির সুযোগ বাড়বে ইঞ্জিনিয়ারদের। বদলির বন্দোবস্ত থাকায় আরও বেশি স্বচ্ছতা বজায় রেখে কাজকর্ম করা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement