New OSD of Grievance Cell

মুখ্যমন্ত্রীর গ্রিভান্স সেলে দায়িত্ব বদল নবান্নের, বিধানসভা ভোটের আগে নয়া আধিকারিক

বিজ্ঞপ্তি জারি করে দীপঙ্কর মণ্ডলকে পাঠানো হয়েছে পরিবহণ দফতরের নির্দেশকের দায়িত্বে। নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, মুখ্যমন্ত্রীর গ্রিভান্স সেলের দায়িত্বে আনা হয়েছে রাহুল মজুমদারকে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৫ ২১:০৭
Share:

মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল ছবি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রিভান্স সেলের দায়িত্বে বদল আনল নবান্ন। বৃহস্পতিবার কর্মিবর্গ এবং প্রশাসনিক সংস্কার দফতর থেকে জোড়া বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে। এত দিন ওই বিভাগের দায়িত্বে ছিলেন আইএএস অফিসার দীপঙ্কর মণ্ডল। নতুন বিজ্ঞপ্তি জারি করে তাঁকে পাঠানো হয়েছে পরিবহণ দফতরের নির্দেশকের দায়িত্বে। নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, মুখ্যমন্ত্রীর গ্রিভান্স সেলের দায়িত্বে আনা হয়েছে রাহুল মজুমদারকে।

Advertisement

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর গ্রিভান্স সেল ছাড়াও রাহুলকে মুখ্যমন্ত্রীর হাতে থাকা পরিকল্পনা রূপায়ণ দফতরের দেখভালের দায়িত্বও দেওয়া হয়। এ ক্ষেত্রেও নয়া দায়িত্বপ্রাপ্ত আধিকারিককেও সেই কাজের দেখভাল করতে হবে। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী নামে চালু হওয়া ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ হেল্পলাইন নম্বরে যে সব অভিযোগ জমা পড়ে গ্রিভান্স সেলের দায়িত্বে থাকা অধিকারিক সেই সব সমস্যার সমাধানের দায়িত্বে থাকেন।

আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। তাই মুখ্যমন্ত্রীর গ্রিভান্স সেলের কাজে আরও গতি আনতে চাইছে নবান্ন। সেই কারণে আগামী দিনে আরও গতি আনা হবে বলে জানা যাচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement