ছবি: সংগৃহীত।
এখন হোলি ফ্যাশনেবল। পুরনো জামা পরে রং খেলা এখন মোটেই ‘ইন ট্রেন্ড’ নয়। অর্থাৎ চলতি ধারার বিষয় নয়। তেমন কেউ করলে আধুনিক ধারার অনুসারীরা কেউ কেউ নাক সিঁটকোতেও পারেন। ফলে যুগের সঙ্গে তাল মেলাতে এখন অনেকেই দোল খেলছেন আলমারি থেকে পাট ভাঙা সাদা জামা কাপড় বার করে।
সাদা জামা পরে দোল খেলার ধারা বিগত কয়েক বছরে অনেকখানি বেড়েছে। বিশেষ করে সমাজমাধ্যমে ছবির রমরমা যবে থেকে বাড়ল সেই সময় থেকে। প্রত্যেকেই দোলের ছবিতে একে অপরকে স্টাইলে টেক্কা দিতে চান। সেই ভাবনা থেকে কেউ দোলের জন্য নতুন জামা কেনেন, কেউ আবার আলমারি থেকে বের করে নেন পছন্দের পোশাক। রং লেগে নষ্ট হবে, ভবিষ্যতে আর পরা হবে না বুঝেও মনকে সান্ত্বনা দেন ভাল ছবির কথা মনে করিয়ে। কেউ কেউ। সবাই নয় অবশ্যই।
অনেকের কাছেই দোলের মজা শুধু রঙ খেলাতেই। পোশাকে বা ফ্যাশনে নয়। তবে তাদের কথা হচ্ছে না। যাঁরা প্রিয় সাদা কুর্তাখানা বের করে রং খেলে আফশােস করছেন, তাঁদের জন্যই এই লেখা। তাঁরা শুনলে খুশি হবেন, যদি সাদা পোশাক পরে আবির খেলে থাকেন, তবে সেই দাগ তুলে সাদা জামা আবার আগের মতোই ধবধবে সাদা করে নেওয়া সম্ভব। কী ভাবে?
১। ব্লিচ
শুধু সাদা রঙের পোশাকের ক্ষেত্রেই এই টোটকা কার্যকরী। কারণ অন্য রঙের পোশাকের রং নষ্ট হয়ে যেতে পারে ব্লিচ করলে। গরম জলে নন-ক্লোরিন ব্লিচ মিশিয়ে তাতে সাদা পোশাক ডুবিয়ে রাখুন। তার পরে ভাল করে সাবান দিয়ে ধুয়ে ফেললেই দেখবেন রং উধাও হয়েছে।
২। জানলা পরিষ্কার করার স্প্রে
এক দম ঠিক দেখছেন। এতেও রং উঠতে পারে। তবে খেয়াল রাখবেন স্বচ্ছ অ্যামোনিয়া যুক্ত স্প্রে ব্যবহার করতে হবে। রঙের দাগের উপর ওই স্প্রে দিয়ে ভিজিয়ে রাখুন ১৫-২০ মিনিট। এ বার একটি পরিষ্কার কাপড় দিয়ে দাগ লাগা জায়গা গুলো ঘষে যতটা রং তোলা যায় তুলুন। তার পরে সাধারণ পদ্ধতিতে সাবান দিয়ে কেচে নিন।
৩। অ্যালকোহল বা মিথাইলেটেড স্পিরিট
প্রথমে দাগ লাগা জায়গাগুলো স্পিরিট বা অ্যালকোহল দিয়ে ভাল ভাবে ঘষে নিন। তার পরে ঠান্ডা জলের নীচে ধরুন। তার পরে কেচে নিন।
৪। ভিনিগার
আধ কাপ ভিনিগারের সঙ্গে ১ চা-চামচ সাবানের গুঁড়ো মিশিয়ে সেটি ২-৩ লিটার ঠান্ডা জলে গুলে নিন। তাতে জামা ভিজিয়ে রাখুন। তার পরে ভাল করে কেচে নিন।