Calcutta University Campus

বেদি ঘিরে বিতর্ক

যেখানে বেদি তৈরি হয়েছে, সেখানে ছিল ব্যাডমিন্টন কোর্ট।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২০ ০৬:৪৭
Share:

কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের ভিতরে তৈরি এই বেদি ঘিরেই বিতর্ক। নিজস্ব চিত্র

কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে হার্ডিঞ্জ বিল্ডিং চত্বরে একটি পুজোর বেদি নির্মাণকে ঘিরে বিতর্ক শুরু হয়েছে। অনেক প্রাক্তন ও বর্তমান পড়ুয়ার বক্তব্য, এই কাজ বিশ্ববিদ্যালয়ের ধর্মনিরপেক্ষ চরিত্রের বিরোধী। যেখানে বেদি তৈরি হয়েছে, সেখানে ছিল ব্যাডমিন্টন কোর্ট। সেই কোর্টের মাঝখানে এখন পুজোর বেদি! বিষয়টি নিয়ে আলোচনা চলছে সমাজমাধ্যমেও। তৃণমূল ছাত্র পরিষদ ছাত্র সংসদের দখল নেওয়ার পরে বিশ্ববিদ্যালয়ের মধ্যে সরস্বতী পুজো হয়। বাম আমলে হত না।

Advertisement

‘‘বিষয়টি জেনে আমরা খুবই বিস্মিত। এতে বিশ্ববিদ্যালয়ের ধর্মনিরপেক্ষ চরিত্র নষ্ট হল,’’ বলেন কলকাতা বিশ্ববিদ্যালয় এমপ্লয়িজ় ইউনিয়নের সাধারণ সম্পাদক শুভেন্দু মুখোপাধ্যায়। রেজিস্ট্রার দেবাশিস দাস জানান, বেদির বিষয়ে তাঁদের কোনও বক্তব্য নেই। ওখানে চতুর্থ শ্রেণির কর্মচারীরা থাকেন। তাঁরাই বেদি বানিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement