Mamata Banerjee

Mamata Banerjee: বড় ব্যবধানে জিতেই বাকি চার উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করলেন মমতা

বিপুল ভোটে ভবানীপুরে জয়লাভ করেছেন মমতা। জয়ের খবর কালীঘাটে পৌঁছনোর পর বাড়ি থেকে বেরোন তিনি। প্রথমেই ভবানীপুরের জনতাকে অভিনন্দন জানান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২১ ১৫:০৭
Share:

উপনির্বাচনে প্রার্থী ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফাইল ছবি।

নিজের জয়ের পর প্রথম বার সাংবাদিকদের মুখোমুখি হয়ে আসন্ন উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ৩০ অক্টোবর খড়দহ, গোসাবা, দিনহাটা ও শান্তিপুর বিধানসভা আসনে উপনির্বাচন। ফল ২ নভেম্বর।

Advertisement

গ্রাফিক— শৌভিক দেবনাথ।

নিজে সদ্য বিপুল ভোটে ভবানীপুরে জয়লাভ করেছেন। জয়ের খবর কালীঘাটে পৌঁছনোর পর বাড়ি থেকে বেরোন মমতা। প্রথমেই ভবানীপুরের জনতাকে অভিনন্দন জানানোর পরই তাঁর ঘোষণা, ‘‘শান্তিপুর উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হবেন ব্রজকিশোর গোস্বামী। দিনহাটার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হচ্ছেন উদয়ন গুহ। খড়দহ কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায়।’’

গোসাবা আসনেও উপনির্বাচন হবে। সেখানে প্রার্থী হবেন সুব্রত মণ্ডল। উপনির্বাচনের ফল গণনা ২ নভেম্বর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement