Adivasis

Death: আদিবাসী মহিলাকে খুন, প্রতিবাদে পথ অবরোধ

ওই মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলে শুক্রবার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার মানুষ।

Advertisement

অনুপরতন মোহান্ত

বালুরঘাট শেষ আপডেট: ১৪ মে ২০২২ ০৬:১৪
Share:

প্রতীকী ছবি।

বাড়ির পাশে জঙ্গল থেকে উদ্ধার হল এক আদিবাসী মহিলার বিবস্ত্র দেহ। বৃহস্পতিবার রাতে দক্ষিণ দিনাজপুরের এই ঘটনায় অভিযোগ উঠেছে ধর্ষণ করে খুনের। বছর চল্লিশের ওই আদিবাসী মহিলার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানা গিয়েছে স্থানীয় ও পুলিশ সূত্রে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এর মধ্যেই মহিলার সৎ-ভাইকে গ্রেফতার করা হয়েছে। দেহ ময়না-তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

Advertisement

ওই মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলে শুক্রবার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার মানুষ। খবর পেয়ে এ দিন সকালেই দলীয় কর্মসূচি বাতিল করে তারাপীঠ থেকে ঘটনাস্থলে যান জেলার সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। জেলা নেতৃত্বদের নিয়ে সন্ধ্যা অবধি এলাকাবাসীদের সঙ্গে রাস্তায় বসে অবরোধে শামিল হন সুকান্তও।

পুলিশ সুপার রাহুল দে বলেন, ‘‘ওই মহিলাকে খুনের অভিযোগে তাঁর সৎ-ভাইকে গ্রেফতার করা হয়েছে। টাকা না পেয়ে ধৃত যুবক পাথর দিয়ে দিদির মাথায় আঘাত করে খুন করেছে বলে স্বীকারও করেছে। প্রাথমিক তদন্তে ধর্ষণের প্রমাণ মেলেনি। ময়না-তদন্তের রিপোর্ট পেলে সব স্পষ্ট হবে।’’

Advertisement

সুকান্তের অভিযোগ, ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতেই পুলিশ মৃতার নিরীহ, কম বুদ্ধির ভাইকে খুনের অভিযোগে ফাঁসিয়েছে। সুকান্ত বলেন, ‘‘আমরা চাই, পুলিশ ঘটনার নিরপেক্ষ তদন্ত করুক। না হলে আদালতে গিয়ে সিবিআই তদন্তের দাবি করব।’’

আদিবাসী সংগঠনের নেতা নিপুলাস টুডুর অভিযোগ, ‘‘মহিলাকে ধর্ষণ করেই খুন করা হয়েছে। প্রকৃত দোষীরা গ্রেফতার না হলে আন্দোলন চলবে।’’ জেলা তৃণমূল সভাপতি উজ্জ্বল বসাক বলেন, ‘‘তদন্ত ঠিক ভাবেই এগোচ্ছে। তদন্তের আগেই ওই মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে— এটা বলা যায় না।’’

বিকেলে সাংবাদিক বৈঠক করে পুলিশ সুপার জানান, ধৃতের রক্তমাখা জামা, পাথর ও দড়ি উদ্ধার হয়েছে। মৃতের এক আত্মীয়ের লিখিত অভিযোগের ভিত্তিতে ধৃতের বিরুদ্ধে খুন, প্রমাণ লোপাটের চেষ্টার মামলা দায়ের হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement