স্বরাষ্ট্র সচিবকে মাথায় রেখে কলকাতা ও হাওড়ায় বায়ুদূষন নিয়ন্ত্রক কমিটি গড়ল জাতীয় পরিবেশ আদালতের পূর্বাঞ্চলীয় শাখা। মঙ্গলবার কমিটির আহ্বায়ক হিসেবে রাজ্য পরিবেশ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য সুব্রত মুখোপাধ্যায়ের নাম ঘোষনা করেছে আদালত। পরিবেশ আদালত সূত্রে জানানো হয়েছে, এই কমিটি দেড় মাসের মধ্যে অন্তর্বতীকালীন রিপোর্ট এবং তিনমাসের মধ্যে মুল রিপোর্ট জমা পরবে।
বায়ুদূষন সংক্রান্ত মামলায় পরিবেশ নিয়ন্ত্রণ পর্ষদের দেওয়া রিপোর্টে বলা হয়েছিল যে, এই দুই শহড়ে বায়ুদূষনের মাত্রা স্বাভাবিকের থেকে অনেক বেশি। এর আগে ‘হু’ র রিপোর্টেও একই কথা উঠে এসেছিল। তার প্রেক্ষিতেই কলকাতা ও হাওড়ার বায়ুদূষন নিয়ন্ত্রণের সমস্য কোথায় এবং কীভাবে তার সমাধান সম্ভব তা খতিয়ে দেখতেই এই কমিটি গড়ে দিল জাতীয় পরিবেশ আদালত।