ইঞ্জিনিয়ারিং-এ ডিগ্রি ও ডিপ্লোমা কোর্স ছাড়াও নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি-তে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পড়ানো হয়।
সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, বিজনেস স্টাজিজ় এবং হিউম্যানিটি বিষয়ে পড়াশোনার ক্ষেত্রে, নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি উৎকৃষ্ট শিক্ষা প্রদানের প্রতিশ্রুতি দিচ্ছে।
কলকাতার উত্তর প্রান্তে আগরপাড়ায় অবস্থিত ন্যাক স্বীকৃত এই ইনস্টিটিউটের ইঞ্জিনিয়ারিং এবং সায়েন্স বিষয়ক কোর্সগুলি মাকুট ও ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন দ্বারা অনুমোদিত এবং অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন এর মঞ্জুরিপ্রাপ্ত।
এনআইটি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেক্যানিক্যাল ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং-এ চার বছরের বি এসসি ডিগ্রি কোর্স পড়ায়।
পড়ুয়ারা, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং এই বছর থেকে মেক্যানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ তিন বছরের ডিপ্লোমা কোর্সও পড়তে পারে। এই ডিপ্লোমা কোর্সগুলির সঙ্গে আরও তিন বছর পড়াশোনা করলে পরবর্তী কালে এই কোর্সগুলি আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্সে পরিণত হয়।
এ ছাড়াও কম্পিউটার সায়েন্স-এ বিএ এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে তিন বছরের বিবিএ কোর্স পড়ানো হয়।
ইচ্ছুক পড়ুয়ারা অনলাইন অ্যাডমিশনের দরখাস্ত জমা দিতে পারে। এক বার নির্বাচিত হয়ে গেলে ছাত্রছাত্রীরা ওয়েবসাইটের মাধ্যমে ভর্তি হতে ও ফি জমা দিতে পারবে।
ভার্চুয়াল (ইন্টারনেটের মাধ্যমে) ক্লাস, অনলাইনের বিভিন্ন সুবিধে কাজে লাগিয়ে সংগঠিত হবে। কোভিড-১৯ পরিস্থিতির কথা মাথায় রেখে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গত চার বছর ধরে, ন্যাশনাল ইনস্টিটিউট রাঙ্কিং ফ্রেমওয়ার্ক এর তালিকায় এনআইটি স্থান পেয়ে এসেছে। এবং মাঝারি ও ছোট সংস্থার জন্য গবেষণা ও উদ্ভাবনের একটি প্রস্তুতি কেন্দ্র তৈরি করেছে।
ড. মৈত্রেয়ী কাঞ্জিলাল, নারুলা ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যক্ষ, জানালেন, “আমাদের লক্ষ্য হল ছাত্রছাত্রীদের এক জন প্রকৃত মানবিক গুণ সম্পন্ন মানুষ তৈরি করার সঙ্গে এক জন সফল পেশাদার তৈরি করা। এমনকি, কোভিড-১৯ অতিমারির সময় চারিদিক যখন স্তব্ধ হয়ে গিয়েছিল, তখনও আমরা আমাদের ছাত্রছাত্রীদের পড়ানো বা ট্রেনিং কোনওটাই বন্ধ করিনি।