সোমবার ১৬ মিনিটের বক্তৃতায় প্রধানমন্ত্রী অবশ্য সিএএ প্রসঙ্গে নীরব ছিলেন। তা নিয়ে মতুয়াদের একটা বড় অংশই হতাশ। এ দিকে, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা-বার্তা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শান্তনু সিএএ প্রসঙ্গ টানায় ক্ষুব্ধ তৃণমূল শিবির।
নরেন্দ্র মোদী। ফাইল চিত্র।
মতুয়া ধর্ম মহামেলা উপলক্ষে মতুয়াদের শুভেচ্ছা-বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে ৩০ মার্চ ছুটির কথা আগেই ঘোষণা করেছে রাজ্য সরকার। সে প্রসঙ্গ উল্লেখ করে বুধবার এক টুইটে মুখ্যমন্ত্রী জানান, দিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করার জন্যই রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে।
সোমবারই এক ভার্চুয়াল সভা থেকে মতুয়াদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর যে ঘটনায় আপ্লুত। প্রধানমন্ত্রীর বার্তাকে স্বাগত জানিয়েছিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ মমতা ঠাকুরও।
মুখ্যমন্ত্রীর বার্তা প্রসঙ্গে মমতার এ দিনের প্রতিক্রিয়া, ‘‘ওঁকে অসংখ্য ধন্যবাদ। মুখ্যমন্ত্রীর প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি।’’
শান্তনু মুখ্যমন্ত্রীর বার্তা প্রসঙ্গে বলেন, ‘‘ভাল কথা।’’ পাশাপাশি তাঁর সংযোজন, ‘‘উনি সিএএ সমর্থন করলে আমরা কুর্নিশ জানাব। উনি সিএএ সমর্থন করলে আমরা এ রাজ্যে তা কার্যকর করব।’’
সোমবার ১৬ মিনিটের বক্তৃতায় প্রধানমন্ত্রী অবশ্য সিএএ প্রসঙ্গে নীরব ছিলেন। তা নিয়ে মতুয়াদের একটা বড় অংশই হতাশ। এ দিকে, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা-বার্তা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শান্তনু সিএএ প্রসঙ্গ টানায় ক্ষুব্ধ তৃণমূল শিবির। দলের জাতীয় কর্মসমিতির সদস্য তথা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘‘ভোটের আগে বিজেপি সিএএ নিয়ে মিথ্যে গল্প ছড়িয়েছিল। ভোট শেষ, গল্পও শেষ। ওরা সিএএ চালু করতে পারবে না বুঝতে পেরেছে। সে কারণেই মঙ্গলবার প্রধানমন্ত্রী ভার্চুয়াল সভায় সিএএ নিয়ে কোনও কথা বলেননি।’’
এ বিষয়ে অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের মহাসঙ্ঘাধিপতি তথা গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর বলেন, ‘‘সিএএ কার্যকর হবেই। রুলস তৈরি বাকি। মঙ্গলবারের ভাষণেই প্রধানমন্ত্রীকে সিএএ নিয়ে কথা বলতে হবে, তার মানে নেই। সিএএ নিয়ে কথা বলার জায়গা, পরিবেশ-পরিস্থিতি আলাদা।’’
বুধবার দুপুরে তৃণমূলের একটি প্রতিনিধি দল ঠাকুরবাড়িতে যায়। বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসও ছিলেন সেখানে। তিনি বলেন, ‘‘মতুয়াদের ভোটাধিকার আছে। তাঁরা ভারতে বসবাস করেন। তাঁদের ভোটেই আমরা বিধায়ক-সাংসদ হয়েছি। মতুয়ারা নাগরিক না হলে আমদের নির্বাচনও তো অবৈধ!’’