narendra modi

শিক্ষানীতির বৈঠকে থাকবেন মোদীও

ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এই আলোচনাসভায় দেশের সব রাজ্যপাল, শিক্ষামন্ত্রী এবং রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যেরা আমন্ত্রণ পেয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২০ ০৫:৪০
Share:

নরেন্দ্র মোদী। ফাইল চিত্র।

জাতীয় শিক্ষানীতি নিয়ে গর্ভনর্স কনফারেন্সে যোগ দেবেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং শিক্ষাসচিব মনীশ জৈন। শনিবার শিক্ষক দিবসের দিন শিক্ষামন্ত্রী এ কথা জানিয়েছেন। ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এই আলোচনাসভায় দেশের সব রাজ্যপাল, শিক্ষামন্ত্রী এবং রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যেরা আমন্ত্রণ পেয়েছেন। আগামিকাল, সোমবার এই সভায় উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক সভায় স্বাগত বক্তব্য পেশ করবেন বলে জানা গিয়েছে। বিশেষজ্ঞদের দিয়ে জাতীয় শিক্ষানীতির শিক্ষায় কার্যকারিতা নিয়ে আলোচনাও হবে। তবে এই আলোচনাসভায় শিক্ষামন্ত্রী এবং শিক্ষাসচিব যোগ দিলেও জাতীয় শিক্ষানীতি নিয়ে নিজেদের আপত্তির কথা আগেই জানিয়ে রেখেছে রাজ্য ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement