শোভন চট্টোপাধ্যায় ও অপরূপা পোদ্দার। —ফাইল ছবি
নারদ-কাণ্ডে ফের তৎপর সিবিআই। কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে আবারও তলব করলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এর আগেও তাঁকে এক দফায় জেরা করা হয়েছে। সিবিআই সূত্রে খবর, সেই সময় অনেক প্রশ্নের সদুত্তর দেননি শোভন। সে কারণে ফের তাঁকে তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে।
আগামী শনিবার শোভনকে সিবিআই দফতরে হাজির হতে বলা হয়েছে। একই সঙ্গে তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারকেও তলব করেছে সিবিআই। অপরূপাকে আগামী সোমবার নিজাম প্যালেসে আসতে বলা হয়েছে। এ প্রসঙ্গে বুধবার অপরূপা বলেন, ‘‘আইনজীবীর সঙ্গে কথা বলব। তার পর নিশ্চয়ই যাব।’’
সিবিআই সূত্রে খবর, নতুন করে ফের নারদ তদন্তের বিভিন্ন দিক খতিয়ে দেখা শুরু হয়েছে। এ দিনই নয়াদিল্লিতে নারদ কর্তা ম্যাথু স্যামুয়েল এবং ব্যবসায়ী কে ডি সিংহকে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়েছে বলে সূত্রের খবর। সিবিআইয়ের গোয়েন্দারা জানতে চেয়েছেন, কার নির্দেশে ওই স্টিং অপারেশন হয়েছিল? তাতে কে ডি সিংহের কোনও ভূমিকা ছিল কি না?
কে ডি সিংহ তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন। এর আগে ম্যাথু দাবি করেছিলেন, কে ডি সিংহের নির্দেশেই তিনি এই স্টিং অপারেশন করেছিলেন। এই তথ্যের আদৌ কোনও সত্যতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও সিবিআই সূত্রে খবর, কে ডি সিংহ বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন। জানা গিয়েছে, ম্যাথু স্যামুয়েলকে জিজ্ঞাসাবাদের পর এ দিন নতুন কিছু তথ্য পেয়েছেন গোয়েন্দারা। তা-ও খতিয়ে দেখা হবে।
আরও পড়ুন: ‘নভেম্বর-ডিসেম্বরেই ভারত-পাক যুদ্ধ’! কার্যত হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের মন্ত্রী
আরও পড়ুন: খাগড়াগড় মামলায় দোষী ১৯ জনের সাজা ঘোষণা শুক্রবার
ম্যাথুর স্টিং অপারেশনের ভিডিয়ো ফুটেজে শোভন চট্টোপাধ্যায়কে তোয়ালে মুড়ে টাকা নিতে দেখা গিয়েছিল। ওই ঘটনার বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি কণ্ঠস্বরের পরীক্ষা করতে চাইছেন গোয়েন্দারা। তদন্তের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি শোভন চট্টোপাধ্যায় তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছেন। বিজেপিতে যোগ দেওয়ার পর এই প্রথম তাঁকে তলব করল সিবিআই।