Naparajit Mukherjee

ভাগবতের সঙ্গে সাক্ষাৎ করেননি, জানালেন প্রাক্তন ডিজি নপরাজিত

নপরাজিত বলেন, ‘‘রাজনীতিতে যোগ দেওয়ার কোনও ইচ্ছে আমার আগেও ছিল না। এখনও নেই। ভবিষ্যতেও থাকবে না।”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২০ ১৩:১১
Share:

রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি তথা রাজ্য মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারম্যান নপরাজিত মুখোপাধ্যায়। ফাইল চিত্র।

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতের সঙ্গে তিনি আদৌ দেখা করেননি বলে জানালেন রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি তথা রাজ্য মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারম্যান নপরাজিত মুখোপাধ্যায়। সোমবার নপরাজিত বলেন, ‘‘আমি আরএসএস প্রধানের সঙ্গে আদৌ দেখা করিনি। তেমন কোনও ইচ্ছেও আমার নেই।’’ তাঁর দাবি, ভাগবতের সঙ্গে তাঁর সাক্ষাতের যে খবর প্রকাশিত হয়েছে, তার কোনও সত্যতা নেই।

Advertisement

সোমবার আনন্দবাজার ডিজিটালকে নপরাজিত বলেন, ‘‘এই খবরের কোনও সত্যতা নেই। আমি রাজ্য সরকারের প্রাক্তন কর্মী। অবসর জীবন কাটাচ্ছি। এখন আমি রাজ্য মানবাধিকার কমিশনের সদস্য। মন দিয়ে সেই দায়িত্বই পালন করতে চাই। রাজনীতিতে যোগ দেওয়ার কোনও ইচ্ছে আমার আগেও ছিল না। এখনও নেই। ভবিষ্যতেও থাকবে না। ফলে আমার সঙ্গে মোহন ভাগবতের দেখা করার যে খবর বলা হচ্ছে, তার কোনও ভিত্তি নেই।’’

প্রসঙ্গত, রবিবার একাধিক সংবাদমাধ্যমে খবর ছড়ায়, রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি তথা পশ্চিমবঙ্গের মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারম্যান নপরাজিত সঙ্ঘের রাজ্য দফতর কেশব ভবনে গিয়ে ভাগবতের সাক্ষাৎ করেছেন। সোমবার নপরাজিতের বক্তব্য, ‘‘বিভিন্ন সংবাদমাধযমের প্রতিনিধিরা সকাল থেকে দুপুর পর্যন্ত আমার বাড়িরে সামনে ছিলেন। আমিই একটা সময় তাঁদের বলি, এতে আমার ব্যক্তি পরিসর বিঘ্নিত হচ্ছে। তার পর একটা সময়ে তাঁরা চলেও যান। আমার সঙ্গে ভাগতবের সাক্ষাৎ নিয়ে খবর করার আগে কেউ আমার সঙ্গে কথাও বলেননি। আমার বক্তব্যও জানতে চাননি।’’

Advertisement

আরও পড়ুন: শুভেন্দু অধিকারীর নিরাপত্তায় আলাদা দল গঠন করলেন ‘দাদার অনুগামীরা’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement