সবুজ সাথী প্রকল্পে সাইকেল না পেয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল একদল পড়ুয়া। মঙ্গলবার সকালে তাহেরপুর বাদকুল্লা ইউনাইটেড অ্যাকাডেমির ঘটনা। ঘটনার জেরে বাদকুল্লা-দিগনগর যাওয়ার রাজ্য সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খানিক পরে পুলিশ এসে আগামী সোমবারের মধ্যে সাইকেল দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
পড়ুয়াদের অভিযোগ, দিন পনেরো আগে আশপাশের সব স্কুলের ছেলেমেয়েরা সাইকেল পেয়ে গিয়েছে। কিন্তু তারা এখনও পায়নি। মঙ্গলবার সাইকেল দেওয়ার কথা ছিল। কিন্তু তা দেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে রাস্তা অবরোধ করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জীবকুমার বিশ্বাস বলেন, ‘‘প্রশাসনের গাফিলতির জন্য এই কাণ্ড ঘটল। প্রশাসনের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। সোমবার তারা পড়ুয়াদের হাতে সাইকেল তুলে দেবে বলে জানিয়েছে।’’
হাঁসখালির বিডিও জয়দেব তরফদার বলেন, ‘‘এ পর্যন্ত ছেলেদের ৩৬০০ এবং মেয়েদের ৩৬০০ সাইকেল এসেছে। কোএড বিদ্যালয়গুলোতে আগে সাইকেল দেওয়া হয়েছে। শুক্রবার আরও সাইকেল আসবে। সোমবার ওই সব পড়ুয়াদের হাতে সাইকেল তুলে দেওয়া হবে।’’