আচমকা বাজ পড়ে এক মৎস্যজীবীর মৃত্যু হয়। এছাড়াও বাজের আঘাতে এক মৎস্যজীবী গুরুতর আহত হন। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে রামনগর থানার শঙ্করপুর মোহনাতে। মৃত মনোজ দাস (৪৩) রামনগর থানার চাঁদপুরের বাসিন্দা। আহত মৎস্যজীবী হলেন যাদব জানা (৪৫)। বাড়ি রামনগর থানার জামুয়া লছিমপুর গ্রামে। কাঁথি মহকুমা খটি মৎস্যজীবী উন্নয়ন সমিতির সম্পাদক লক্ষীনারায়ণ জানা বলেন, ‘‘মনোজ, যাদব-সহ সাত মৎস্যজীবী শঙ্কর মোহনায় মাছ নিয়ে নৌকায় করে ফেরার সময় আচমকা বাজ পড়লে নৌকাতেই মনোজের মৃত্যু হয়।’’