প্রশাসনকেই ক্ষতিপূরণ দিতে হবে, পথ অবরোধ শান্তিপুরে

শান্তিপুরের মানিকনগরে দুষ্কৃতীদের গুলিতে নিহত মোসে বেওয়ার ছোট মেয়েকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, যেহেতু পুলিশের ছত্রছায়ায় বেড়ে ওঠা দুষ্কৃতীদের গুলিতেই মোসে বেওয়ার মৃত্যু হয়েছে, তাই প্রশাসনকেই ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি এই ঘটনার সঙ্গে যুক্ত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিও জানান তাঁরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শান্তিপুর শেষ আপডেট: ১১ জুলাই ২০১৪ ০০:০৫
Share:

বিক্ষোভ গ্রামবাসীদের। ছবি: সুদীপ ভট্টাচার্য।

শান্তিপুরের মানিকনগরে দুষ্কৃতীদের গুলিতে নিহত মোসে বেওয়ার ছোট মেয়েকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, যেহেতু পুলিশের ছত্রছায়ায় বেড়ে ওঠা দুষ্কৃতীদের গুলিতেই মোসে বেওয়ার মৃত্যু হয়েছে, তাই প্রশাসনকেই ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি এই ঘটনার সঙ্গে যুক্ত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিও জানান তাঁরা।

Advertisement

বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটে থেকে প্রায় দু’ঘণ্টা শান্তিপুর-নৃসিংহপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। পরে পুলিশ গিয়ে দোষীদের গ্রেফতারের প্রতিশ্রুতি দিলে অবরোধ উঠে যায়। মঙ্গলবার রাত পৌনে ন’টা নাগাদ পাশের আত্মীয়ের বাড়ি থেকে টেলিভিশনে সিরিয়াল দেখে ছোটও মেয়ে সরিফা খাতুনের সঙ্গে বাড়ি ফিরছিলেন ওই প্রৌঢ়া। তখনই রাস্তার পাশে স্থানীয় দুই দল দুষ্কৃতীদের মধ্যে গণ্ডগোলের জেরে ছোড়া গুলিতে ঘটনা স্থলেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনার জেরে রাতেই ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা পুলিশকে লক্ষ করে ঢিল ছোড়ে। বুধবার ক্ষুব্ধ গ্রামবাসীদের একাংশ ওই দুষ্কৃতীদের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালায়। এই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে না পারলেও দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। জেলার পুলিশ সুপার অর্ণব ঘোষ বলেন, “অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement