ছোট গাড়ির দাপটে শহরেও বাস ধর্মঘট

মাজদিয়ার পরে এবার কৃষ্ণনগর শহর। ম্যাজিক বা ছোট গাড়ির সঙ্গে গণ্ডগোলের জেরে শনি-রবি বাস চলাচল বন্ধ রইল কৃষ্ণনগর শহরে। শনিবার সকালে কৃষ্ণনগর স্টেশন সংলগ্ন এলাকায় টাউন সার্ভিসের এক বাসকর্মীর সঙ্গে যাত্রী তোলা নিয়ে বচসা বাধে এক ম্যাজিক গাড়ির চালকের। পরে তা হাতাহাতিতে গড়ায়। এরপরই কৃষ্ণনগর টাউন সার্ভিসের বাস বন্ধ করে দেন ওই রুটের বাসকর্মীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কৃষ্ণনগর শেষ আপডেট: ১৬ জুন ২০১৪ ০০:০০
Share:

মাজদিয়ার পরে এবার কৃষ্ণনগর শহর। ম্যাজিক বা ছোট গাড়ির সঙ্গে গণ্ডগোলের জেরে শনি-রবি বাস চলাচল বন্ধ রইল কৃষ্ণনগর শহরে।

Advertisement

শনিবার সকালে কৃষ্ণনগর স্টেশন সংলগ্ন এলাকায় টাউন সার্ভিসের এক বাসকর্মীর সঙ্গে যাত্রী তোলা নিয়ে বচসা বাধে এক ম্যাজিক গাড়ির চালকের। পরে তা হাতাহাতিতে গড়ায়। এরপরই কৃষ্ণনগর টাউন সার্ভিসের বাস বন্ধ করে দেন ওই রুটের বাসকর্মীরা। ওই ম্যাজিক গাড়ির চালকের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। গত সপ্তাহেই ছোট গাড়ি, অটো ও লছিমনের বাড়বাড়ন্তের প্রতিবাদে কৃষ্ণনগর থেকে খালবোয়ালিয়া, ভাজনঘাট, শিমুলিয়া ও বানপুর রুটের বাস চলাচল আনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছিলেন ওই চারটে রুটের বাসকর্মীরা। তাঁদের দাবি ছিল পারমিটবিহীন এই যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। চার দিন ধরে অনেক টানাপোড়েনের পর বৃহস্পতিবার প্রশাসনের হস্তক্ষেপে বাস চালাতে বাধ্য হন কর্মীরা।

শনিবার আবারও সেই একই কারণে বাসকর্মীরা কৃষ্ণনগর টাউন সার্ভিস বন্ধ করে দেওয়ায় সমস্যায় পড়েন শহরবাসী। নদিয়া জেলা বাস মালিক শ্রমিক সমিতির যুগ্ম সম্পাদক শশাঙ্ক বিশ্বাস বলেন, ‘‘সাধারণ মানুষের অসুবিধার কথা ভেবে আমরা বাসকর্মীদের সঙ্গে আলোচনা করে বাস চালানোর চেষ্টা করছি।’’

Advertisement

রবিবার বাস মালিক ও কর্মীরা নিজেদের মধ্যে আলোচনায় বসেন। ঠিক হয় আজ, সোমবার থেকে টাউন সার্ভিসের বাস আবার চলতে শুরু করবে। পাশাপাশি স্থায়ী সমস্যা সমাধানের জন্য অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) উৎপল ভদ্রের কাছে স্মারকলিপি জমা দেওয়া হবে। উৎপলবাবুর আশ্বাস, ‘‘এর আগেও চারটি রুটে বাস চালানো বন্ধ করে দিয়েছিলেন কর্মীরা। আলোচনার মাধ্যমে সেই সমস্যার সমাধান করা হয়েছিল। এবারও একই ভাবে সমস্যার সমাধানের চেষ্টা করব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement