ভূমি ও ভূমি সংস্কার দফতরের বাইরে সংঘর্ষ। নিজস্ব চিত্র
জমি নিয়ে দীর্ঘ বিবাদ মিটমাটের জন্য ভূমি এবং ভূমি সংস্কার দফতরে এসেছিল দু’পক্ষ। সেখানেই ধারাল অস্ত্র এবং লাঠি নিয়ে রক্ষক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়লেন অনেকে। মঙ্গলবার এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের বেলডাঙায়।
বেলডাঙার বিএলআরও কুন্তল রায় বলেন, ‘‘মানিকনগর গ্রামের রসুলা বিবি এবং হাজেরা বিবির মধ্যে জমি নিয়ে টানাপড়েন চলছিল। তাঁরা এই দফতরে আবেদন করেন। আজ তৃতীয় দিনের শুনানি ছিল। এর আগে তদন্তের দিনও গন্ডগোল হয়েছিল। তবে সেই সময় থামানো হয়েছিল। কিন্তু আজ আমাকে সুযোগ না দিয়েই ওঁরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এটা অত্যন্ত নিন্দাজনক ঘটনা।’’
দু’পক্ষই লাঠি এবং ধারালো অস্ত্র নিয়ে একে অপরের উপর চড়াও হযন। তার জেরে গুরুতর আহত হয়েছেন আট জন। বেলডাঙা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বেলডাঙা প্রাথমিক হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর ছ’জনকে মুর্শিদাবাদ মেডিক্যালে স্থানান্তরিত করা হয়েছে।