মদ্যপ যুবকদের দুর্ব্যবহারের প্রতিবাদ করায় প্রহৃত হয়েছেন তৃণমূলের এক গ্রাম পঞ্চায়েত সদস্যা। বৃহস্পতিবার রাতে রানাঘাটের সুভাষপল্লি এলাকার ঘটনা। নমিতা মল্লিক নামে ওই সদস্যাকে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনার প্রতিবাদে শুক্রবার দুপুরে ওই এলাকায় বেআইনি মদের দোকান, সাট্টার ঠেকে ভাঙচুর চালিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
তৃণমূলের অভিযোগ, সিপিএমের লোকজন পরিকল্পিত ভাবে নমিতাদেবীকে মারধর করেছে। সিপিএম অবশ্য ওই অভিযোগ অস্বীকার করেছে। জেলা পুলিশের এক কর্তা জানান, ওই মহিলাকে মারধরের ঘটনায় মূল অভিযুক্ত-সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্তও শুরু হয়েছে। রানাঘাট ১ ব্লক তৃণমূলের সভাপতি প্রদীপ সরকার বলেন, ‘‘ওই এলাকায় সিপিএমের মদতে আসামাজিক কাজকর্ম চলছে। ওই সদস্য প্রতিবাদ করতেই তাঁকে মারধর করা হয়েছে।’’
অভিযোগ অস্বীকার করে স্থানীয় সিপিএম নেতা চন্দন সিংহ বলেন, ‘‘আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। দলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এমনটা ঘটেছে।’’