CPM-TMC

পানীয় জলের দাবি! সিপিএমের পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মে ২০২৩ ২৩:১৬
Share:

প্রতীকী ছবি।

দীর্ঘ দিন ধরে এলাকায় জলের তীব্র সঙ্কট! নলবাহিত বিশুদ্ধ পানীয় জলের নিয়মিত সরবরাহের দাবিতে বিক্ষোভ দেখাতে গেলে সিপিএমের পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ উঠল শাসকদলের বুথ সভাপতির বিরুদ্ধে। নদিয়ার অনুলিয়া গ্রাম পঞ্চায়েতে এলাকায় ঘটনাটি ঘটেছে। তৃণমূল বুথ সভাপতির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন সিপিএম নেতা। অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিছে, নদিয়ার আনুলিয়া গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকায় দীর্ঘ দিন ধরেই জল সঙ্কট চলছে। বিকল হয়ে পড়ে রয়েছে একাধিক জলাধার। জন স্বাস্থ্য কারিগরি দফতরের পাইপ লাইনের জল প্রায় দু’মাস বন্ধ। সেই জলের দাবিতে একাধিক বার পঞ্চায়েত প্রধান-সহ নানান জায়গায় আবেদন করেও হয়নি সমাধান। শনিবার সেই একই দাবিতে পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখাতে গেলে সিপিএমের পঞ্চায়েত সদস্য জয় মঙ্গল ঘোষকে মারধরের অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। এর পর রানাঘাট থানার দ্বারস্থ হন মঙ্গল। ঘটনার বিবরণ জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

অন্য দিকে, দলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আনুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূলের নেত্রী শম্পা বিশ্বাস। তিনি বলেন, ‘‘জল সরবরাহজনিত সমস্যার কথা আমরা শুনেছি। অতি দ্রুত সমাধানের চেষ্টা করছি। পঞ্চায়েতের আগে প্রচারের আলোয় আসতে মারধরের নাটক করছেন উনি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement