—প্রতীকী ছবি।
জমি বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হল মুর্শিদাবাদের সাগরপাড়া। দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ তিন জন। সব মিলিয়ে জখম আট জন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে বিরাট পুলিশ বাহিনী।
স্থানীয় সূত্রে খবর, রবিবার বিকেলে সাগরপাড়ার কুমারপুর শিশাপাড়া গ্রামে জমি বিবাদ নিয়ে সালিশি সভা বসেছিল। সেখানে দু’পক্ষের মধ্যে গন্ডগোল বাধে। এক পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে ইটবৃষ্টি, এমনকি গুলি চালানোরও অভিযোগ তুলেছে। গ্রামবাসীরা জানান, গুলির লড়াইয়ে দু’পক্ষের তিন জন জখম হয়েছেন। ইটের আঘাতে জখম আরও পাঁচ জন। তাঁদের সকলকে উদ্ধার করে প্রথমে গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁদের স্থানান্তরিত করা হয় বহরমপুরে, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। এক প্রত্যক্ষদর্শী মহম্মদ মীর আলি বলেন, ‘‘পরিবারের একটা জমি বাইরের লোককে বিক্রি করা নিয়ে গন্ডগোলের সূত্রপাত। সেই নিয়েই সালিশি চলছিল। হঠাৎ গন্ডগোল বাধে। তার পর গুলি, বোমাবাজি, ইটবৃষ্টি। সব মিলিয়ে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল গোটা এলাকা।’’
এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় কুমারপুর শিশাপাড়ায়। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। টহল দিচ্ছেন পুলিশকর্তারা। মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার সুরিন্দর সিংহ বলেন, ‘‘ঘটনার খবর পেয়েই পুলিশ পৌঁছেছে। তদন্ত চলছে।’’