সারা বছর ধরে সাময়িক পত্র-পত্রিকা প্রকাশিত হলেও শারদ সাহিত্যের দিকে মুখিয়ে থাকেন ছোট কাগজের সম্পাদক থেকে শুরু করে লেখক, পাঠক সকলেই। একটি পুজো শেষ হতে না হতেই ছোট পত্রিকার কারিগররা পরের শারদ সাহিত্যের জন্য ভাবনা চিন্তা শুরু করে দেন। পত্রিকা প্রকাশের জন্য কন্যাদায়গ্রস্ত পিতার মতো দোরে দোরে ঘোরা থেকে শুরু করে ছাপাখানার মালিক আর লেখকদের তাগাদা দেওয়ার কাজে ছেদ পড়ে মহালয়ার দু’চার দিন আগে। কারও দু’চার দিন পরে। এ বারেও মহালয়ার মধ্যেই বহরমপুর ও জিয়াগঞ্জ থেকে বই ও পত্রিকার শারদ সংখ্যা প্রকাশিত হয়েছে ডজন খানেকেরও বেশি। আরও কিছু পত্র-পত্রিকা প্রকাশের অপেক্ষায়।
শিল্পী ইন্দ্র দুগার জিয়াগঞ্জের ভূমিপুত্র। এ বার তাঁর জন্মশতবর্ষ পূর্ণ হয়েছে। তাঁর স্মরণে জিয়াগঞ্জের অবসরপ্রাপ্ত শিক্ষক সমীর ঘোষ সম্পাদিত ‘অনুভব’ পত্রিকার নবম বর্ষের শারদ সংখ্যাটি ‘ইন্দ্র দুগারঃ বিশেষ স্মারক’ সংখ্যা হিসাবে প্রকাশিত হয়। মঙ্গলবার মহালয়ায় সন্ধ্যায় জিয়াগঞ্জে একটি অনুষ্ঠান থেকে প্রকাশিত ওই শারদ সংখ্যায় রয়েছে ইন্দ্র দুগারকে নিয়ে লেখা ১০টি প্রবন্ধ ছাড়াও ২০টি কবিতা, ৫টি ছোটগল্প ও একটি ভ্রমণ কাহিনি। প্রচ্ছদ শিল্পী কৃষ্ণজিৎ সেনগুপ্ত। এ দিন বিকেলে বহরমপুর থেকে প্রকাশিত হয় সুব্রত হাজরা সম্পাদিত ‘একুশে কবিতা’র শারদ সংখ্যা। রয়েছে ১৬০টি কবিতা, ৩ জন কবি ও কাব্যগ্রন্থ নিয়ে আলোচনা। মহালয়ার দিন বহরমপুর থেকে প্রকাশিত হয়েছে এমদাদ উল হক সম্পাদিত উৎসব সংখ্যা ‘পরি’। ৪৭টি কবিতা, ৭টি প্রবন্ধ ও ২টি গল্প সম্বলিত সংখ্যাটির প্রচ্ছদ শিল্পী কবি সমীরণ ঘোষ।
মহালয়ার তিন দিন আগে গত শনিবার বহরমপুর কালেক্টরেট ক্লাবে এক অনুষ্ঠানে প্রকাশিত হয় উৎপলকুমার গুপ্তের ‘সময়’ পত্রিকার শারদ সংখ্যা। এটি ওই পত্রিকার ৫০ বছর পূর্তি সংখ্যাও বটে। ওই সংখ্যায় নতুন ও পুনর্মুদ্রণ মিলিয়ে গদ্য ও পদ্যের সংখ্যা শতাধিক। নতুন প্রবন্ধ রয়েছে ৭টি, ছোটগল্প ও অনুগল্প মিলিয়ে রয়েছে ১২টি। স্থানীয় সাপ্তাহিক পত্রিকা ‘ঝড়’-এর প্রয়াত নির্বাহী সম্পাদক রবীন বিশ্বাসের গবেষণাধর্মী ১১৫টি প্রবন্ধের সংকলন গ্রন্থ ‘আলোকপাত’- এর দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয়েছে গত মঙ্গলবার। সংকলনটিতে বহু দুষ্প্রাপ্য ছবি রয়েছে। প্রচ্ছদের ছবিটি তেমনই দুষ্প্রাপ্য— অধুনালুপ্ত নবাব মুর্শিদকুলি খাঁর মন্ত্রণাকক্ষ। প্রথম খণ্ড প্রকাশিত হয়েছে ২০১২ সালে।
মহালয়ার পর দিন বুধবার বহরমপুরে এক অনুষ্ঠানে প্রকাশিত হয় ৭ কবির কবিতা সংকলন ‘ভালোবাসার সাত সমুদ্র’, অভিজিৎ রায় সম্পাদিত ‘আকাশ’ পত্রিকার শারদ সংখ্যা, অর্ণব দাসের গল্পগ্রন্থ ‘রামধনু’, জয়দেব বেরার কাব্যগ্রন্থ ‘কাঁটাতার’ অর্পণ ভৌমিকের কাব্যগ্রন্থ ‘মুখোশের আড়ালে’ ও অভিজিৎ রায়ের ‘মনখারাপের গদ্য’র দ্বিতীয় সংস্করণ। প্রকাশিত হয়ে নিলীমা সাহা সম্পাদিত ‘নিনি’ পত্রিকার শারদ সংখ্যা। তাতে ৯ জনের গুচ্ছ কবিতা ছাড়াও রয়েছে ২৮ জনের কবিতা ও অনুবাদ কবিতা। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে মৃণাল নন্দীর ‘ছাপাখানার গল্প’। ওই গ্রন্থের চারটি নিবন্ধে তুলে ধরা হয়েছে ছাপাখানার আদি থেকে বর্তমান পর্যন্ত বিবর্তনের নাতিদীর্ঘ ইতিহাস। প্রচ্ছদশিল্পী কৃষ্ণজিৎ সেনগুপ্ত। আজিমগঞ্জ থেকে প্রকাশিত হয়েছে ছোটদের পত্রিকা ‘কলকাকলি’র শারদ সংখ্যা। সুজিত পাত্র সম্পাদিত ওই পত্রিকায় রয়েছে ৩টি উপন্যাস, ১৭টি গল্প, ৪টি বিশেষ রচনা, ছড়া ও কবিতা মিলিয়ে ২৫টি। আছে বই-এর আলোচনা, ভ্রমণকথা। প্রচ্ছদ শিল্পী সৈয়দ সুশোভন রফি।