Migrant Workers

মৃত শ্রমিকের পরিবারের দায়িত্ব নিল বামেরা

শনিবার বিকেলে মৃত শ্রমিকের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রীর হাতে খাদ্য সামগ্রী ও আর্থিক সাহায্য তুলে দেন এসএফআইয়ের কর্মীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ মে ২০২০ ১৬:৫১
Share:

রুমকির হাতে বই খাতাও তুলে দেওয়া হচ্ছে।—নিজস্ব চিত্র।

দিন কয়েক আগেই তেলঙ্গানা থেকে নিজ উদ্যোগে বাড়ি ফেরেন ভগবানগোলার হাবাসপুরের বাসিন্দা জয়দুল শেখ। কিন্তু তার পরপরই হৃদরোগ আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। জয়দুলের মেয়ে রুমকি খাতুনের পড়াশোনার খরচের দায়িত্ব নিল মুর্শিদাবাদ জেলা এসএফআই কমিটি। শনিবার বিকেলে মৃত শ্রমিকের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রীর হাতে খাদ্য সামগ্রী ও আর্থিক সাহায্য তুলে দেন এসএফআইয়ের কর্মীরা। সঙ্গে রুমকির হাতে বই খাতাও তুলে দেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement