সকাল বেলাও কংগ্রেসের ব্লক সভাপতি ছিলেন আমিরুল ইসলাম। বিকেলে তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল প্রার্থী ঘোষণা করেন। এ হেন প্রার্থীর উপর ক্ষোভ উগরে দিয়ে সমশেরগঞ্জ ব্লকে সাতটি অঞ্চলের তৃণমূলের সভাপতিরা বৃহস্পতিবার দল ছাড়লেন। দলীয় পদ ছাড়ার পর ওই নেতারা জানান, দল আচমকা কংগ্রেস নেতা আমিরুল ইসলামকে প্রার্থী করেছে। বহু প্রতিবাদ জানিয়েও কাজ হয়নি। এটা মেনে নেওয়া যায় না। তাই তাঁরা দল ছাড়ার সিদ্ধান্ত নিলেন। আমিরুলকে মানতে না পেরে ইতিমধ্যেই সামশেরগঞ্জ ব্লকের তৃণমূলের পর্যবেক্ষক রেজাউল হক অরফে মন্টু বিশ্বাস নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করেছেন।