Neena Gupta-Dimple Kapadia

হাতছাড়া হয় নোলানের ছবি! ডিম্পলকে নিয়ে ক্ষোভ নীনার, কী তাঁর অভিযোগ?

২০২০ সালে মুক্তি পায় ক্রিস্টোফার নোলান পরিচালিত ‘টেনেট’। ছবিতে একজন ভারতীয় অস্ত্র ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করেছিলেন ডিম্পল কপাডিয়া।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৪ ১৪:৫২
Share:

(বাঁ দিকে) ডিম্পল কপাডিয়া। নীনা গুপ্ত (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

কেরিয়ার প্রসঙ্গে অভিনেত্রী নীনা গুপ্ত সব সময়েই স্পষ্ট কথা বলতে পছন্দ করেন। সুদীর্ঘ কেরিয়ারে একাধিক চড়াই-উতরাইয়ের সাক্ষী থেকেছেন অভিনেত্রী। এ বার হলিউড পরিচালক ক্রিস্টোফার নোলানের ছবি হাতছাড়া হওয়ার আখ্যান শোনালেন অভিনেত্রী।

Advertisement

সম্প্রতি করিনা কপূর খানের টক শোয়ে অতিথি হিসেবে আসেন নীনা। সেখানে বলিউডে অডিশন প্রসঙ্গে দু’জনে আলোচনা করেন। নীনা জানান, নোলানের ‘টেনেট’ ছবির জন্য অডিশন দিয়েছিলেন তিনি। তার আগে সুদূর লস অ্যাঞ্জেলেসে গিয়ে পরিচালকের সঙ্গে দেখা করেনি তিনি। কিন্তু, শেষ পর্যন্ত ছবিটি হাতছাড়া হয় তাঁর। নীনার পরিবর্তে ওই ছবিতে সুযোগ পান আর এক বলিউড অভিনেত্রী ডিম্পল কপাডিয়া।

নীনার মতে, অভিনেতা তাঁর তরফে চেষ্টা করলেও শেষ পর্যন্ত পরিচালকের সিদ্ধান্তই চূড়ান্ত হয়। কারণ, তিনি চরিত্রটিকে তৈরি করছেন। নীনা বলেন, ‘‘আমি দেশে ফিরে এসে অডিশনটা তাঁকে (নোলান) পাঠাই। প্রথমে ওঁরা পাঁচ জন মহিলাকে নির্বাচন করেন। শেষ পর্যন্ত ডিম্পল সুযোগ পায়।’’ নীনা জানান, ডিম্পল কিন্তু আমেরিকায় গিয়ে পরিচালকের সঙ্গে দেখা করেননি, এমনকি অডিশনও দেননি। নীনার কথায়, ‘‘ডিম্পলের সঙ্গে কখনও দেখা হলে বলব, 'তুই তো ওখানে গেলিও না'।’’

Advertisement

২০২০ সালে মুক্তি পায় ‘টেনেট’। আন্তর্জাতিক অস্ত্রপাচার চক্র এবং ভিন্ন সময়কালের প্রেক্ষাপটে তৈরি এই অ্যাকশন ছবিটি দর্শকের মন জয় করে। ছবিতে এক জন ভারতীয় অস্ত্র ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করেছিলেন ডিম্পল। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন জন ডেভিড ওয়াশিংটন, রবার্ট প্যাটিনসন প্রমুখ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement