Suicide

মোবাইলের অবস্থান দেখে আত্মহত্যা রুখল পুলিশ

পুলিশ জেনেছে, ওই যুবকের সঙ্গে তাঁর স্ত্রীর প্রায়-ই বচসা হয়। এদিন সকালে ফের ঝামেলা বাধলে ওই যুবক আত্মহত্যা করার হুমকি দিয়ে বাড়ি ছাড়েন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নওদা শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২০ ০০:৪৫
Share:

প্রতীকী চিত্র

মোবাইল ফোন বাঁচাল প্রাণ। নওদার মধুপুর গ্রামের বছর ত্রিশের এক যুবক শনিবার সকালে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। পরিবারের লোকজনকে তিনি ‘আত্মহত্যার’ ভয়-ও দেখান। কী হতে যাচ্ছে আন্দাজ করেই পরিবারের লোকজন তড়িঘড়ি ফোন করেন নওদা থানায়। ঘটনাচক্রে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় ওই যুবক মোবাইল ফোন সঙ্গে নিয়ে গিয়েছিলেন। সব জানার পর পুলিশ তাঁর মোবাইলের টাওয়ার লোকেশন সার্চ করে। সেই টাওয়ার লোকেশনের সূত্র ধরেই নওদা থানার ওসি-সহ কয়েক জন পুলিশকর্মী মধুপুর গ্রামের পাশে একটি বড় আমবাগানে তল্লাশি চালান। বিস্তর খোঁজাখুঁজির পর সেই বাগানে যুবককে পাওয়া যায়। সেই সময় তিনি একটি আমগাছে দড়ি টাঙিয়ে গলায় ফাঁস দেওয়ার তোড়জোড় করছিলেন। পুলিশ দেখে তিনি পাতার আড়ালে লুকিয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ওই যুবকের সঙ্গে কথাবার্তা বলে প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, তিনি আত্মহত্যা করতেই ওি বাগানে গিয়েছিলেন।

Advertisement

পুলিশ জেনেছে, ওই যুবকের সঙ্গে তাঁর স্ত্রীর প্রায়-ই বচসা হয়। এদিন সকালে ফের ঝামেলা বাধলে ওই যুবক আত্মহত্যা করার হুমকি দিয়ে বাড়ি ছাড়েন। তাঁর বাবা সারাফত মালিত্যা বলেন, ‘‘পুলিশ তৎপর হল বলেই ছেলেটা বাঁচল। ভাগ্যিস মোবাইলটা সঙ্গে নিয়ে বেরিয়েছিল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement