প্রতীকী ছবি
পুর ভোটে বাম-কংগ্রেস আসন রফা চুড়ান্ত হল বেলডাঙায়। সিপিএম পার্টি কার্য়ালয়ে দু’পক্ষের বৈঠকে শেষতক ঠিক হয়েছে, ১৪ আসনের পুরসভায় ৮টি আসনে লড়াই করবে কংগ্রেস। বাকি ৬টিতে-তে প্রার্থী দেবে বামেরা। বৈঠকে কংগ্রেস, সিপিএম এবং বাম শরিক আরএসপি’র নেতৃত্ব নিজেদের মধ্যে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। বামেদের ৬টি আসনের মধ্যে সিপিএম ৩ এবং আরএসপি ৩টি আসনে প্রার্থী দেবে। আসন রফার পরে দেখা যাচ্ছে, সিপিএম ৪, ৫, ১৩ নম্বর ওয়ার্ডে পুরভোটে লড়াই করবে। অন্য দিকে আরএসপি, ২, ৩, ১০ নম্বর ওয়ার্ডে প্রার্থী দেবে। বাকি ৮ টি আসনের মধ্যে ১, ৬, ৭, ৮, ৯, ১১, ১২, ১৪ নম্বর ওয়ার্ডে প্রার্থী দেবে কংগ্রেস। ওই বৈঠকে কংগ্রেসের পক্ষে বেলডাঙার বিধায়ক সফিউজ্জামান, জেলা কংগ্রেস সম্পাদক রামপ্রসাদ রায় ও বেলডাঙা ১ ব্লক কংগ্রেস সভাপতি ইসরাইল শেখ উপস্থিত ছিলেন। সিপিএমের পক্ষে বেলডাঙা এরিয়া কমিটির সদস্য প্রিয়রঞ্জন ঘোষ, বেলডাঙা পুরসভার সিপিএম কাউন্সিলর মোহন ছাজের এবং বেলডাঙা এরিয়া কমিটির সম্পাদক সাফিকুজ্জাম, বেলডাঙা এরিয়া কমিটির সদস্য শাজাহান আলি উপস্থিত ছিলেন। আরএসপির পক্ষে বেলডাঙা জোনাল কমিটির সম্পাদক মৃণাল সাহা ও বেলডাঙা টাউন কমিটির সম্পাদক অনুপ ঘোষ উপস্থিত ছিলেন। বেলডাঙা শহর কংগ্রেস সভাপতি কিশোর ভাস্কর বলেন, “আলোচনা ফলপ্রসু হয়েছে। বামেদের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছে ৮টি কংগ্রস ও বাম ৬টি আসনে লড়াই করবে। আলোচনায় জেলা ও ব্লক নেতৃত্ব উপস্থিত ছিলেন।”
সিপিএমের পক্ষে বেলডাঙা এরিয়া কমিটির সদস্য প্রিয়রঞ্জন ঘোষ বলেন, “বৈঠকে জোটবদ্ধ ভাবে লড়াই করার সিদ্ধান্ত হয়েছে। আমাদের ৬টি আসনের মধ্যে সিপিএম ৩ ও আরএসপি ৩ টি আসনে লড়াই করার সিদ্ধান্ত হয়েছে।” আরএসপির পক্ষে বেলডাঙা টাউন কমিটির সম্পাদক অনুপ ঘোষ বলেন, “বৈঠক সফল হয়েছে। আমরা খুশি।’’