স্কুলে জল জমায় ছুটি

জমা জলে বিপদের আশঙ্কায় বৃহস্পতিবার থেকে স্কুল বন্ধ রাখার নির্দেশ দিলেন শিক্ষা দফতরের কর্তারা। সাগরদিঘির রণজিতপুর বেগম জাহানারা মেমোরিয়াল জুনিয়র গার্লস হাই মাদ্রাসায় পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির ক্লাস চলে। ছাত্রীর সংখ্যা ২৫০ জন।

Advertisement
শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৫ ০০:১৭
Share:

জমা জলে বিপদের আশঙ্কায় বৃহস্পতিবার থেকে স্কুল বন্ধ রাখার নির্দেশ দিলেন শিক্ষা দফতরের কর্তারা। সাগরদিঘির রণজিতপুর বেগম জাহানারা মেমোরিয়াল জুনিয়র গার্লস হাই মাদ্রাসায় পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির ক্লাস চলে। ছাত্রীর সংখ্যা ২৫০ জন। পাঁচ জন শিক্ষিকা। কয়ের দিন ধরে ওই স্কুলের চারদিকে জল জমছিল। তাতে অসুবিধে হলেও কোনও রকমে ১৫০ মিটারের জল জমা রাস্তা পেরিয়ে স্কুলে আসছিলেন সকলেই। কিন্তু বৃহস্পতিবার স্কুলে গিয়ে দেখা যায় কোমর জলে ভাসছে স্কুলে যাওয়ার রাস্তা। জল ঢুকে পড়েছে স্কুলের মধ্যেও। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সাহানা আফরোজ জানান, পরিস্থিতির কথা জেলার সহকারি বিদ্যালয় পরিদর্শককে জানালে তিনি স্কুল বন্ধ রাখতে নির্দেশ দেন। সহকারি বিদ্যালয় পরিদর্শক পঙ্কজ পাল বলেন, ‘‘সোমবার পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরে পরিস্থিতি দেখে স্কুল খোলা হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement