শুক্রবার গভীর রাতে বিসর্জন। ছবি : সুদীপ ভট্টাচার্য।
আলোকসজ্জা-সহ বেশ কিছু জিনিস ভাঙচুরের অভিযোগ উঠল কৃষ্ণনগরের মানিকপাড়ায়। বাদ যায়নি সরস্বতী প্রতিমাও। ঘটনার জেরে শুক্রবার রাতে মানিকপাড়া বারোয়ারি তাদের প্রতিমা বিসর্জনে করতে পারেনি। শনিবার দুপুরে প্রতিমা বিসর্জন হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত সাড়ে ১২টা নাগাদ মানিকপাড়া বারোয়ারি প্রতিমার সাং তৈরি হচ্ছিল। সেই সময় পড়শি পাড়ার এক ক্লাবের জনা কয়েক সদস্য প্রতিমা বিসর্জন দিয়ে ফিরছিল। অভিযোগ, পথে মানিকপাড়ায় ঢুকে মানিকপাড়া বারোয়ারির উপর তারা চড়াও হয়। রাস্তর দুই ধারে আলোকসজ্জা, ফ্লেক্স, ফেস্টুন, এমনকি প্রতিমাও ভাঙচুর করে। বাধা দিতে এলে সংঘর্ষ বাঁধে। ওই ঘটনায় মানিকপাড়া বারোয়ারির দু’জন মণ্ডপকর্মী ও দু’জন সদস্য জখন হন। বর্তমানে তাঁরা শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। খবর ছড়িয়ে পড়তেই শনিবার সকালে পুলিশ ঘটনাস্থলে যায়। শেষ পর্যন্ত শনিবার দুপুরে মানিকপাড়া বারোয়ারির প্রতিমা নিরঞ্জন হয়।
মানিকপাড়া বারোয়ারির ক্লাবের সদস্য কৌশিক সরকার বলেন, “ওরা রাস্তা দিয়ে আসার সময় গাড়ির কাচ, বিভিন্ন স্কুলের ফ্লেক্স-সহ অন্যান্য জিনিসপত্র ভাঙতে ভাঙতে আসে। কিছু বুঝে ওঠার আগেই প্রতিমা ভাঙে ও আমাদের মারধর শুরু করে। ক্লাবের মোট দশ জন সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। ওই ঘটনার ফলে শুক্রবার প্রতিমা বিসর্জন করতে পারিনি। শনিবার দুপুরে পাড়ায় প্রতিমা বিসর্জন করেছি।’’
পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যা পর্যন্ত এ ব্যাপারে থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি।