রাস্তা সম্প্রসারণ ও মেরামতির ব্যাপারে ঢিলেমির অভিযোগ তুলে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করলেন স্থানীয় ব্যবসায়ীরা। বুধবার পলাশি বাজার সংলগ্ন এলাকার জনা চল্লিশেক ব্যবসায়ী প্রায় আধ ঘণ্টা ধরে অবরোধ করেন। তাঁদের দাবি, অনেকদিন ধরে রাস্তা সারানোর দাবি জানানো সত্ত্বেও জাতীয় সড়ক কর্তৃপক্ষ কাজের কাজ কিছুই করছেন না। অবরোধের ফলে জাতীয় সড়কে প্রবল যানজট তৈরি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পলাশি বাজার এলাকায় জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য বছর দু’য়েক আগে শুরু হয় জমি অধিগ্রহণ প্রক্রিয়া। মাস খানেক আগে সেই অধিগ্রহণের কাজ সম্পূর্ণ হয়। অভিযোগ, তারপরেও জাতীয় সড়ক কর্তৃপক্ষ রাস্তা চওড়া করার ক্ষেত্রে কোনও পদক্ষেপ করছেন না। পলাশি বাজার সংলগ্ন এলাকায় জাতীয় স়ড়কের প্রস্থ মেরেকেটে ফুট পনেরো। ওই সঙ্কীর্ণ রাস্তা আবার অমসৃণ। রাস্তা থেকে পিচের আস্তরণ উঠে গিয়েছে অনেকদিন আগে। জায়গায় জায়গায় রাস্তার উপর তৈরি হয়েছে গর্ত। সামান্য বৃষ্টিতেই সেখানে জল জমে। ফলে রাস্তা দিয়ে কোনও গাড়ি ঠিক ভাবে চলতে পারে না। মাঝেমধ্যেই খানাখন্দে ভরা ওই এলাকায় দুর্ঘটনা ঘটছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, স্রেফ বেহাল রাস্তার কারণে মাস খানেকের মধ্যে দুর্ঘটনায় ছ’জনের মৃত্যু হয়েছে।
এমনই সব অভিযোগে ব্যবসায়ীরা এ দিন সকাল পৌনে দশটা নাগাদ জাতীয় সড়ক অবরোধ করেন। তারা রাস্তার উপর বেঞ্চ পেতে বসে প়়ড়েন। জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছ থেকে রাস্তা মেরামতির ব্যাপারে আশ্বাস না পেলে অবরোধ চালিয়ে যাওয়ার হুমকি দেন ওই ব্যবসায়ীরা। এর ফলে রাস্তার দু’ধারে যানজট তৈরি হয়। আটকে পড়ে বহু গাড়ি। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। বিক্ষোভকারীদের অন্যতম নাসির শেখ বলেন, ‘‘এ দিন আমরা প্রতীকি বিক্ষোভ দেখালাম। রাস্তার হাল না ফিরলে পরবর্তীতে লাগাতার অবরোধের পথে নামব।’’
স্থানীয় বিধায়ক তৃণমূলের নাসিরুদ্দিন আহমেদও এই বিক্ষোভকে সমর্থন জানাচ্ছেন। তাঁর দাবি, ‘‘মাস ছ’য়েক আগে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে রাস্তা মেরামতির ব্যাপারে চিঠি দেওয়া হয়েছিল। মাস দু’য়েক আগে লিখিতভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ রাস্তা সারাইয়ের ব্যাপারে টেন্ডার হয়েছে বলে চিঠির জবাবে জানান। কিন্তু তার পরেও কাজের কাজ কিছুই হয়নি।’’ তাঁর হুমকি, ‘‘অবিলম্বে রাস্তা মেরামতি না হলে দলের তরফেও লাগাতার অবরোধ করা হবে।’’ জাতীয় সড়ক কর্তৃপক্ষের প্রকল্প অধিকর্তা (বারাসত – বহরমপুর) অজিতকুমার সিংহ বলেন, ‘‘রাস্তা মেরামতির কাজ বারাসত থেকে শুরু হয়েছে। নদিয়ার বেশকিছু জায়গায় কাজ শেষ হয়েছে। ওই এলাকার রাস্তাও দ্রুত সারানো হবে।’’