প্রচারে তৃণমূলের প্রতিশ্রুতি চলছেই

ভোট-প্রচারে এসে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে গেলেন তৃণমূলের মুর্শিদাবাদ জেলার পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। দিন কয়েক আগে আসানসোলকে পৃথক জেলা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়ে বিপাকে পড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রঘুনাথগঞ্জ শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৬ ০৩:০৫
Share:

ভোট-প্রচারে এসে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে গেলেন তৃণমূলের মুর্শিদাবাদ জেলার পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। দিন কয়েক আগে আসানসোলকে পৃথক জেলা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়ে বিপাকে পড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন তাঁকে শো-কজ করে। তা নিয়ে রাজনৈতিক তরজা এখনও চলছে। তারপরও কিন্তু শাসকদলের নেতাদের প্রতিশ্রুতি দেওয়ার ট্রাডিশন বন্ধ হচ্ছে না।

Advertisement

রবিবার শুভেন্দু ফরাক্কার সভায় বলেন, “তৃণমূল প্রার্থীকে জয়ী করলে ফরাক্কায় উন্নয়নের কোনও কাজ বাকি থাকবে না। ফরাক্কায় মডেল হাসপাতাল বানিয়ে দেওয়া হবে। ফরাক্কার মানুষকে চিকিৎসার জন্য আর বাইরে ছুটতে হবে না।’’ শুভেন্দুর আরও প্রতিশ্রুতি, ‘‘জাকিরকে জিতিয়ে দিদির কাছে পাঠিয়ে দিন, তিনি জঙ্গিপুরকে সাজিয়ে দেবেন। বিড়ি শিল্পটাকে ধ্বংসের চক্রান্ত দিদি রুখে দেবেন। কেন্দ্র সরকার বিড়ি শিল্পকে শেষ করে দেওয়ার নোংরা চক্রান্ত করছে।’’ এ দিন শুভেন্দুর সঙ্গে ওই সভায় হাজির ছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়ও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement