খালি: কৃষ্ণনগরে। ফাইল চিত্র
বাসের ছাদে আর যাত্রী নয়। সেই মতো প্রচার চালাতে রাস্তায় নামলেন বাস মালিকেরা। গত দু’দিন ধরে বাস মালিক সংগঠনের পক্ষ থেকে বাস টার্মিনাসে মাইক দিয়ে প্রচার করা হচ্ছে। তা ছাড়াও বাস মালিক সংগঠনের কর্মকর্তারা শহরের বিভিন্ন এলাকায় গিয়ে বাসের ছাদ থেকে যাত্রীদের নেমে আসার অনুরোধ করছেন। তাতে ফলও মিলছে।
বাসের ছাদে কোনও অবস্থাতেই যাত্রী তোলা যাবে না। তা হলে বাস চালকের লাইসেন্স বাজেয়াপ্ত করা হবে। সঙ্গে জরিমানাও। দিন কয়েক আগে জেলাশাসক সুমিত গুপ্ত মালিকদের ডেকে এমন হুঁশিয়ারি দেন। তারপরেই মাঠে নামেন মালিকরা।
গত দু’দিন থেকে বাস মালিকেরা মাঝে মধ্যে সদর হাসপাতাল মোড় এবং পিডব্লিউডি মোড়ে গিয়ে বাসের ছাদ থেকে যাত্রীদের নেমে আসার অনুরোধ করেন।
নদিয়া জেলা বাস মালিক সমিতির সম্পাদক অশোক ঘোষ জানান, জেলাশাসকের সঙ্গে বৈঠকের পর তাঁরা কৃষ্ণনগরের পুরানো বাসস্ট্যান্ড, করিমপুর বাসস্ট্যান্ড, হৃদয়পুর বাসস্ট্যান্ডে মাইক নিয়ে প্রচার শুরু করেন। বাসের ছাদে যাতে যাত্রী না ওঠেন, বাসের চালকরা যাতে সব সময় ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখেন, যেখানে সেখানে বাস যাতে না দাঁড়ায় সে জন্য প্রচার করা হচ্ছে।
সংগঠনের সভাপতি অমিতকুমার সিংহরায় বলছেন, “নির্দেশ অমান্য করে বাসের ছাদে যাত্রী তুললে প্রশাসন ব্যবস্থা নেবে। আমরা সেটা বাস মালিকদের বলেছি।”
নদিয়ার জেলাশাসক সুমিত গুপ্ত বলছেন, “বাসের ছাদে কোনও ভাবেই যাত্রী নেওয়া যাবে না। বাস মালিকদের বৈঠকে ডেকে তা বলা হয়েছে।’’
পুলিশ সুপার শীষরাম ঝাঝারিয়া বলছেন, “নজরদারি বাড়ানো হবে। তা ছাড়াও যাত্রী থেকে শুরু করে বাস মালিকদের এ বিষয়ে আরও বেশি সচেতন করা হবে।’’ তাঁর দাবি, পথ দুর্ঘটনা কমাতে জেলা জুড়ে নজরদারি বাড়ানো হয়েছে। তাতে গত তিন মাসে ৩৫ শতাংশ দুর্ঘটনা কমেছে।