নদিয়ার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অধ্যাপক অসিতকুমার চক্রবর্তী। শুক্রবার থেকে তিনি চিত্তরঞ্জন কোলের জায়গায় দায়িত্ব নিতে চলেছেন। দীর্ঘ আড়াই বছর চিত্তরঞ্জনবাবু ওই পদের দায়িত্ব সামলেছেন। বৃহস্পতিবার তাঁর মেয়াদ শেষ হয়েছে। কল্যাণীর বাসিন্দা অসিতবাবু বর্তমানে বিশ্ববিদ্যালয়ের মাটি ও জল কারিগরি বিভাগের অধ্যাপক। তিনি ১৯৮২ সাল থেকে বিশ্ববিদ্যালয়ের কর্মরত। এক সময় তিনি কৃষি কারিগরি বিভাগের ডিন ছিলেন। খড়্গপুর আইআইটি-র প্রাক্তন ছাত্র অসিতবাবু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হওয়ার আগে রাজ্য সরকারের ক্ষুদ্র সেচ দফতরের সহকারী বাস্তুকার ছিলেন।