প্রতীকী ছবি
নদিয়ার পলাশিপাড়ায় বাবা-মা ও মেয়েকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত ধরা পড়লেও যে অস্ত্র দিয়ে খুন করা হয়েছিল, বৃহস্পতিবার রাত পর্যন্ত তা উদ্ধার করতে পারেনি পুলিশ। খুনে একাধিক জন জড়িত ছিল কি না, সে সম্পর্কেও পুলিশ নিশ্চিত নয়। পুলিশ সূত্রের খবর, বিশেষ তদন্তকারী দল আসছে, যার মধ্যে হাতের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) বিশেষজ্ঞও রয়েছেন। গত সোমবার রাতে গলার নলি কেটে খুন করা হয় প্রৌঢ় ভাগচাষি ডমন রাজোয়ার, তাঁর স্ত্রী সুমিত্রা ও তাঁদের বিবাহিত মেয়ে মালা মণ্ডলকে।
এ দিন ওই বাড়িতে গিয়ে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেন, “এত বড় ঘটনা, অথচ মুখ্যমন্ত্রীর কোনও বক্তব্য নেই। আমরা সিবিআই তদন্ত দাবি করছি।” তৃণমূলের কৃষ্ণনগর সাংগঠনিক জেলা সভাপতি কল্লোল খাঁ বলেন, “বিজেপি এই মর্মান্তিক ঘটনা নিয়েও সংকীর্ণ রাজনীতি করার চেষ্টা করছে।”