বাড়িতে হরিপদ। নিজস্ব চিত্র
মাস খানেক আগে বিদেশ থেকে ফিরে দিল্লি বিমানবন্দর থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে ছিল তেহট্টের যুবক হরিপদ সর্দার। বুধবার সরস্বতী পুজোর সন্ধ্যায় তিনি বাড়ি ফিরলেন। কিন্তু পরিবার সূত্রে খবর, তিনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় রয়েছেন। ফলে ঘটনায় রহস্য আরও বেড়েছে।
এ দিন সন্ধ্যায় তাঁকে গ্রামের পথ দিয়ে হাঁটতে দেখেন কয়েক জন। তাঁর পকেটে শুধু পাসপোর্টটুকু ছিল। তিনি নিখোঁজ হওয়ার পর নফরচন্দ্রপুর গ্রামে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছিলেন তাঁর প্রিয়জনেরা। পরিবার সূত্রের খবর, তিনি কী করে নিখোঁজ হলেন, এত দিন কোথায় ছিলেন, কী করে গ্রামে ফিরলেন—কিছুই বলতে পারছে না।
এক বছর আগে স্থানীয় এক এজেন্টের হাত ধরে হরিপদ কাতারে ঠিকা শ্রমিকের কাজ করতে যান। তার পর সব ঠিকই ছিল। ২০১৯ সালের ৩০শে ডিসেম্বর কাতার বিমানবন্দর থেকে বিমানে দিল্লি হয়ে কলকাতার বিমানবন্দরে নামার কথা ছিল তাঁর। কিন্তু দিল্লি বিমানবন্দরে নামার পর থেকে তাঁর খোঁজ পাওয়া যায়নি। ঘটনার এক সপ্তাহ পরে জানুয়ারি সাত তারিখে পরিবারের তরফ থেকে দিল্লি পুলিশের কাছে নিখোঁজ ডায়রি করা হয়। পুলিশ জানিয়েছে, যুবক একটু সুস্থ বলে তারা তাঁকে জিজ্ঞাসাবাদ করে নিখোঁজ রহস্য সমাধানের চেষ্টা করবে।