People Of Nadia Getting Sick

ভোগের খিচুড়ি খেয়ে নদিয়ায় অসুস্থ অন্তত ৫০ জন! গ্রামে আতঙ্ক, পাঠানো হল চিকিৎসক দল

কী ভাবে খাবারে বিষক্রিয়া হয়েছে বা আদৌ হয়েছে কি না, তা খতিয়ে দেখতে নাকাশিপাড়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:০৯
Share:
Khichuri

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ধর্মীয় অনুষ্ঠানে খিচুড়ি খেয়ে অসুস্থ অন্তত ৫০ জন। কয়েক জনের শারীরিক পরিস্থিতি এমনই যে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়ার পাতপুকুর গ্রামে। অসুস্থের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement

স্থানীয় সূত্রের খবর, পাতপুকুর গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে অংশ নেন স্থানীয় বাসিন্দারা। অনুষ্ঠানে প্রসাদ হিসাবে খিচুড়ি বিতরণ করা হয়েছিল। খাবার খাওয়ার কিছু ক্ষণ পর থেকে একের পর এক গ্রামবাসী অসুস্থ হতে শুরু করেন। বমি, মাথাব্যথা এবং পেটব্যথার মতো উপসর্গ শুরু হয় সকলের। অসুস্থদের বেথুয়াডহরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁদের সকলের চিকিৎসা চলছে। বেশ কয়েক জন ভর্তি রয়েছেন। সকলের অবস্থা স্থিতিশীল। অন্য দিকে, গ্রামের বাসিন্দাদের আশঙ্কা, অসুস্থের সংখ্যা আরও বাড়তে পারে। ওই খবর পেয়ে সরকারি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থার পাশাপাশি গ্রামেও চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিয়ে গঠিত দল পাঠানোর ব্যবস্থা করেছে জেলা স্বাস্থ্য দফতর।

Advertisement

এলাকাবাসীদের দাবি, খিচুড়িতে বিষক্রিয়ার কারণেই এমন ঘটনা ঘটেছে। তবে কী ভাবে বিষক্রিয়া হয়েছে বা আদৌ হয়েছে কি না, তা খতিয়ে দেখতে নাকাশিপাড়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে। খাবারের নমুনা পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে বলে প্রশাসন সূত্রের খবর। এই ঘটনায় গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই প্রেক্ষিতে পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement