মৃত তরুণী সুতন্দ্রা চট্টোপাধ্যায়। —নিজস্ব চিত্র।
পিছু ধাওয়া করে বার বার গাড়িতে ধাক্কা। ‘ম্যাডামের’ দিকে হাত নেড়ে অশ্লীল ইঙ্গিতও করা হচ্ছিল! পশ্চিম বর্ধমানের পানাগড়ে মত্ত যুবকদের দৌরাত্ম্যে কী ভাবে মৃত্যু হল বছর সাতাশের তরুণীর, সেই ঘটনার বর্ণনা দিলেন মৃতার সহকর্মী এবং গাড়িচালক।
রবিবার গভীর রাতে পানাগড়ের রাস্তায় গাড়ি উল্টে প্রাণ গিয়েছে চন্দননগরের বাসিন্দা সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের। অভিযোগ, কয়েক জন মত্ত যুবক গাড়ি নিয়ে এসে তরুণীর গাড়িতে বার বার ধাক্কা দিতে থাকেন। তাঁদের হাত থেকে বাঁচতেই দ্রুত গতিতে গাড়ি চালাতে গিয়ে উল্টে যায় তরুণীর গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুতন্দ্রার।
ঘটনার সময় তরুণীর গাড়িতেই ছিলেন তাঁর সহকর্মী মন্টু মণ্ডল। তিনি জানান, বুদবুদ থানা এলাকায় একটি পেট্রল পাম্পে তেল ভরার জন্য দাঁড়িয়েছিল তাঁদের গাড়িটি। সেখান থেকে বেরোনোর পরেই তাঁদের গাড়ির পিছু ধাওয়া করতে থাকে ওই যুবকদের গাড়ি। মন্টু বলেন, ‘‘পেট্রল পাম্প থেকে বেরোনোর পরেই ওদের (মত্ত যুবকদের) গাড়িটা আমাদের গাড়িতে এসে ধাক্কা দেয় প্রথমে। আমরা রাস্তা ছেড়ে দিয়েছিলাম যাতে ওদের গাড়িটা বেরিয়ে যায়। পাশ দিয়ে যাওয়ার সময় ম্যাডামের দিকে হাত নেড়ে অশ্লীল ইঙ্গিত করছিল ওরা। গাড়িতে ম্যাডাম রয়েছেন। আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। এর পর ওরা পাশ কাটিয়ে এগিয়ে যায়। গাড়ি থামালে ওরা ম্যাডামকে নামিয়ে তুলে নিয়ে চলে যেতে পারত।’’
মন্টু জানান, পাশ কাটিয়ে চলে যাওয়ার কিছু ক্ষণ পরেই আবার তাঁদের গাড়ির কাছাকাছি চলে আসে যুবকদের গাড়ি। আবার তরুণীর গাড়িতে ধাক্কা দেয়। যুবকদের হাত থেকে বাঁচতেই অন্য একটি রাস্তা ধরেন মন্টুরা। সহকর্মীর কথায়, ‘‘ওই রাস্তাতেও পিছু ধাওয়া করে। টানা ধাক্কা দিতে থাকে। জাতীয় সড়কে ওঠার আগেই উল্টে গিয়েছিল আমাদের গাড়িটা। ম্যাডাম ওখানেই মারা যান।’’
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মৃত তরুণীর বাড়ি চন্দননগরের নাড়ুয়া রায়পাড়ায়। নৃত্যশিল্পী ছিলেন তিনি। একটি কাজে গাড়ি নিয়ে গয়ার উদ্দেশে যাচ্ছিলেন। পানাগড়ে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় কাঁকসা থানার পুলিশ। দু’টি গাড়িকেই আটক করা হয়। তরুণীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। মত্ত যুবকদের গাড়িটিকে আটক করা হলেও অভিযুক্তেরা পলাতক। তাঁদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। এই প্রসঙ্গে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্ত বলেন, “আমরা গাড়িটি উদ্ধার করেছি। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।”