জমি নিয়ে বিবাদটা পুরনো। তা নিয়ে ঝগড়া, শাসানি— এত দিন মনোমালিন্য গড়িয়ে ছিল এ পর্যন্ত। শুক্রবার রাতে তার জেরে, বাড়ির দরজা ভেঙে কুপিয়ে গুলি করে পালাল পড়শি ওই যুবক।
গুরুকর জখম, বছর চল্লিশের আক্কেল মণ্ডলকে ধারালো অস্ত্রের কোপ আর কোমড়ে, পিঠে গুলিবিদ্ধ অবস্থায় ভর্থি করানো হয়েছে শক্তিনগর হাসপাতালে। রাতে অবস্থার অবনতি হলে তাঁকে পাঠানো হয় কলকাতার এনআরএস হাসপাতালে।
চাপড়ার কল্যাণদহের ওই ঘটনায় পুলিশ এক যুবককে আটক করে জেরা শুরু করেছে। পুলিশের অনুমান, পুরনো জমি বিবাদের জেরেই ওই ঘটনা।
ওই দিন রাতে, স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে ঘরে শুয়েছিলেন আক্কেল। গ্রামবাসীরা জানান, রাত সাড়ে দশটা নাগাদ প্রতিবেশি মাসুদ মন্ডলের তিন ছেলে ধারাল অস্ত্র নিয়ে আক্কেলের বাড়ির দরজা ভেঙে ঢোকে। এলোপাথাড়ি কোপানো হয় তাঁকে। দু’রাউন্ড ছড়রা গুলিও ছোড়ে তারা।
পাড়া-পড়শিই আক্কেলকে উদ্ধার করে প্রথমে চাপড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পরে জেলা সদর ঘুরে তাঁকে পাঠানো হয় কলকাতায়।আক্কেলের পিসতুতো দাদা রহিদুল মোল্লা বলেন, “জমি নিয়ে বিবাদের জেরে মাসুদের ছেলেরা আক্কেলকে দীর্ঘ দিন ধরেই মারার চেষ্টা করছে। এ দিন ওকে খুন করতেই এসেছিল ওরা।’’
রহিদুলের দাবি, প্রায় দু’বিঘা জমি বন্ধক দিয়ে মাসুদ এক সময়ে আক্কেলের কাছে এক লক্ষ বাইশ হাজার টাকা নিয়েছিল। কিন্তু সে জমি আর আক্কেলের হাতে তুলে দেয়নি মাসুদ। টাকাও ফেরত দিচ্ছিলনা সে। তাই গত ডিসেম্বর মাসে এ নিয়ে গ্রামে সভাও হয়, তবে মীমাংসা হয়নি।