Mahua Moitra

শুধু ভোটের আগে শিক্ষকদের সাহায্য চাওয়া উচিত নয়, বললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র

তৃণমূলের মাধ্যমিক শিক্ষক সমিতির একটি অনুষ্ঠানে হাজির হয়ে কৃষ্ণনগরের সাংসদের মন্তব্য, ‘‘শিক্ষকেরা যদি দল করতে চান, সে ক্ষেত্রে তাঁদের মাধ্যমে দলকে যাতে আরও বাড়ানো যায়, আমি সেই চেষ্টা করব।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২২ ২২:৪০
Share:

মহুয়া মৈত্র

শিক্ষকদের স্বচ্ছ ভাবমূর্তিকে কাজে লাগিয়ে দলের সংগঠনে জোর দেওয়ার কথা বললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তৃণমূলের মাধ্যমিক শিক্ষক সমিতির একটি অনুষ্ঠানে হাজির হয়ে কৃষ্ণনগরের সাংসদের মন্তব্য, ‘‘শিক্ষকেরা যদি দল করতে চান, সে ক্ষেত্রে তাঁদের মাধ্যমে দলকে যাতে আরও বাড়ানো যায়, আমি সেই চেষ্টা করব।’’ দলে শিক্ষকদের যোগ্য সম্মান এবং প্রাপ্য মর্যাদা দেওয়ার পক্ষে সওয়াল করে মহুয়া এ-ও বলেন, শুধু ভোটের প্রচারের জন্য শিক্ষকদের সাহায্য চাওয়া উচিত হয় না।

Advertisement

রবিবার পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে নদিয়া জেলা পরিষদ হলে শিক্ষক সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহুয়া, রাজ্যের জৈব ও বিজ্ঞান প্রযুক্তি দফতরের ভারপ্রাপ্তমন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এবং নবদ্বীপের তৃণমূল বিধায়ক কুন্ডরীকাক্ষ সাহা। সেই অনুষ্ঠানে শিক্ষকদের রাজনীতিতে প্রাপ্য সম্মানের পক্ষে সওয়াল করে মহুয়া জানান, ভোটের সময় শিক্ষকদের দলের মুখ হিসাবে ব্যবহার করে পরবর্তীকালে তাঁদের রাজনীতিতে ব্রাত্য করে রাখার ঘোরবিরোধী তিনি। সাংসদের কথায়, ‘‘আমরা ভোটের সময় শিক্ষকদেরই ডাকি। আমি নিজে এর জন্য অনুতপ্ত। ভোটের আগে প্রচার করতে তাঁদের সাহায্য চাওয়াটা ঠিক নয়। কারণ, এটা ৩৬৫ দিনের বিষয়।’’ অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, ‘‘যখনই সহযোগিতা লাগবে, বলবেন। কোনও অনুষ্ঠান থাকলে বলবেন। নিশ্চয়ই আসব।’’

এ প্রসঙ্গে নদিয়া উত্তরের বিজেপির সভাপতি অর্জুন বিশ্বাস বলেন, ‘‘পুলিশকে ইতিমধ্যে দলদাসে পরিণত করেছে তৃণমূল। এ বার শিক্ষক। মহুয়া মৈত্রের ঘোষণায় অশনিসঙ্কেত স্পষ্ট!’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement