মাধ্যমিক পরীক্ষার স্কুলভিত্তিক ফল

নদিয়া ও মুর্শিদাবাদের স্কুল ভিত্তিক মাধ্যমিকের ফলাফল।

Advertisement
শেষ আপডেট: ২৯ মে ২০১৭ ০২:৩১
Share:

বহরমপুর, লালগোলা

Advertisement

শ্রীগুরু পাঠশালা: পরীক্ষার্থী: ১০২, উত্তীর্ণ: ৯৮, সর্বোচ্চ: সৌরভ ঘোষ (৬৪৫); সাটুউ আরএন: পরীক্ষার্থী: ৩৪৭, উত্তীর্ণ: ২৮২, সর্বোচ্চ: প্রবীরকুমার দে (৬৪৫); মণীন্দ্রনগর হাইস্কুল: পরীক্ষার্থী: ১৪৪, উত্তীর্ণ: ১৪৪, সর্বোচ্চ: অমি গুপ্ত (৬৪৪); চুঁয়াপুর বিদ্যানিকেতন: পরীক্ষার্থী: ১২৯, উত্তীর্ণ: ১২৮, সর্বোচ্চ: শবনম মোল্লা (৬২২); গোরাবাজার শিল্পমন্দির: পরীক্ষার্থী: ১৫৩, উত্তীর্ণ: ১৫০, সর্বোচ্চ: অমৃতা দে (৬১৭); কোদলা বিজয়কৃষ্ণ আদর্শ বিদ্যামন্দির: পরীক্ষার্থী: ৮৫ উত্তীর্ণ: ৮৫ সর্বোচ্চ: সুপ্রভাত মণ্ডল (৫৯০); সলুয়াডাঙা হাইস্কুল: পরীক্ষার্থী: ১৮১, উত্তীর্ণ: ১৭০, সর্বোচ্চ: আওলাদ শেখ (৫৮৫); মণীন্দ্রচন্দ্র বিদ্যাপীঠ: পরীক্ষার্থী: ১৬১, উত্তীর্ণ: ১৪৩, সর্বোচ্চ: সুপ্রিয় নাথ (৫৮২); হাতিনগর হিকমপুর: পরীক্ষার্থী: ৬৮, উত্তীর্ণ: ৬৭, সর্বোচ্চ: তুহিনা খাতুন (৫৭৬); লালবাগ জিয়াগঞ্জ রাজা বিজয় সিংহ: পরীক্ষার্থী: ১০৮, উত্তীর্ণ: ১০৮, সর্বোচ্চ: ঋদ্ধিমান সাহা (৬৬১); লালগোলা ধুলাউড়ি: পরীক্ষার্থী: ৩২৮, উত্তীর্ণ: ৩২২, সর্বোচ্চ: সাফেদা খাতুন (৬৬০); ভগবানগোলা হাইস্কুল: ১৯৮, পরীক্ষার্থী: ১৯৪, উত্তীর্ণ: ১৯০, সর্বোচ্চ: সাফিয়ার রহমান (৬৫১); লালবাগ সিংঘী: পরীক্ষার্থী: ১৭৯, উত্তীর্ণ: ১৬৯, সর্বোচ্চ: বিশাল লাহা (৬৪১); লালগোলা শৈলজা মেমোরিয়াল গার্লস: পরীক্ষার্থী: ২৭৪, উত্তীর্ণ: ২৬১, সর্বোচ্চ: সুস্মিতা দাস (৬৪০); নবগ্রাম সিঙ্গার হাইস্কুল: পরীক্ষার্থী: ১৮৫, উত্তীর্ণ: ১৪৮, সর্বোচ্চ: সায়রা জিন্নাত (৬৪০); লালবাগ রাজেশ্বরী বিদ্যাপীঠ: পরীক্ষার্থী: ৩০২, উত্তীর্ণ: ২৪৯, সর্বোচ্চ: অঙ্কিতা সরকার (৬৩৪); লালবাগ এমএমসি গার্লস: পরীক্ষার্থী: ২১৫, উত্তীর্ণ: ২১৪, সর্বোচ্চ: শিল্পা মণ্ডল (৬২৮); আজিমগঞ্জ রায়বুধ সিংহ: পরীক্ষার্থী: ১০৪, উত্তীর্ণ: ৯৬, সর্বোচ্চ: নীলেশ মণ্ডল (৬২২); পাঁচগ্রাম হাইস্কুল: পরীক্ষার্থী: ১৭৫, উত্তীর্ণ: ১৪৫, সর্বোচ্চ: মিনহাজুল হক (৫৯৪); লালগোলা রাজারামপুর: পরীক্ষার্থী: ২৯০, উত্তীর্ণ: ১৯৭, সর্বোচ্চ: অমিত দাস (৫৮৯); লালবাগ গুধিয়া: পরীক্ষার্থী: ২০৮, উত্তীর্ণ: ১৮৯, সর্বোচ্চ: সাজিদা খাতুন (৫৮৩); লালবাগ কুর্মিটোলা: পরীক্ষার্থী: ৯৩, উত্তীর্ণ: ৭৫, সর্বোচ্চ: সৌমিত্র বর্মণ (৫৭৬)।

কান্দি

Advertisement

কান্দি রাজা মণীন্দ্রচন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়: পরীক্ষার্থী: ২৫৮, উত্তীর্ণ: ২২০, সর্বোচ্চ: রুম্পি গোপ (৬৪৯); খোরজুনা উচ্চ বিদ্যালয়: পরীক্ষার্থী: ১৪৬, উত্তীর্ণ: ১২৫, সর্বোচ্চ: সৌভিক ঘোষ (৬৪৫); আন্দি লালাচাঁদ ছাজের উচ্চ বিদ্যালয়: পরীক্ষার্থী: ২২২, উত্তীর্ণ: ১৬১, সর্বোচ্চ: নিবেদিতা পাল (৬৩৮); গোকর্ণ নৃত্যগোপাল উচ্চ বালিকা বিদ্যালয়: পরীক্ষার্থী: ১৯৯, উত্তীর্ণ: ১৯৭, সর্বোচ্চ: সুচেতনা মিত্র (৬৩০); নগর আজিজা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়: পরীক্ষার্থী: ২১০, উত্তীর্ণ: ২০৬, সর্বোচ্চ: নাতাসা ইয়াসমিন (৬৩০); পুরন্দরপুর উচ্চ বিদ্যালয়: পরীক্ষার্থী: ২৩৩, উত্তীর্ণ: ১৭৭, সর্বোচ্চ: ফারহা সুলতানা (৬২৬); খড়গ্রাম উচ্চ বিদ্যালয়: পরীক্ষার্থী: ২৬২, উত্তীর্ণ: ১৯৭, সর্বোচ্চ: ওয়াহিদ ইমন কল্যাণ (৬১৯); পাঁচথুপি ত্রৈলোক্যনাথ উচ্চ বিদ্যালয়: পরীক্ষার্থী: ৯০, উত্তীর্ণ: ৮৭, সর্বোচ্চ: ঋতব্রত মুখোপাধ্যায় (৬১৭); কুলি সাধারণ বিদ্যাপীঠ: পরীক্ষার্থী: ২৩৪, উত্তীর্ণ: ১৭২, সর্বোচ্চ: নার্গিস খাতুন (৬০৭); সালার কে কে উচ্চ বালিকা বিদ্যালয়: পরীক্ষার্থী: ১৯৪, উত্তীর্ণ: ১৭৬, সর্বোচ্চ: সুনন্দা পাল (৬০৭); জেমো নরেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয়: পরীক্ষার্থী: ২১৬, উত্তীর্ণ: ১৬৪, সর্বোচ্চ: সফিকুল আলম (৬০২); জয়পুর উচ্চ বিদ্যালয়: পরীক্ষার্থী: ১৩২, উত্তীর্ণ: ১১৮, সর্বোচ্চ: রিচা মণ্ডল (৬০০); ইন্দ্রাণী উচ্চ বিদ্যালয়: পরীক্ষার্থী: ৯৮, উত্তীর্ণ: ৯৮, সর্বোচ্চ: ফারহিন রহমান (৫৯৫); গোকর্ণ প্রসন্নময়ী উচ্চ বিদ্যালয়: পরীক্ষার্থী: ১৬৫, উত্তীর্ণ: ১৬০, সর্বোচ্চ: আশিফ ইকবাল (৫৭৯)।

নদিয়া

লেডি কারমাইকেল গার্লস হাইস্কুল: পরীক্ষার্থী: ১৬১, উত্তীর্ণ: ১৬১, সর্বোচ্চ: মৌমি ঘোষ(৬৪৮); মৃণালিনী উচ্চ বালিকা বিদ্যালয়: পরীক্ষার্থী: ১৭৮, উত্তীর্ণ: ১৭৩, সর্বোচ্চ: রাধারাণী ঘোষ (৫৭৯); মীরা হাইস্কুল: পরীক্ষার্থী: ১৭৯, উত্তীর্ণ: ১৭৯, সর্বোচ্চ: শুভম কুন্ডু (৬৪৮); চাপড়া মেরি ইমাকুলেট হাই স্কুল: পরীক্ষার্থী: ১০৪, উত্তীর্ণ: ১০৪, সর্বোচ্চ: তাসনিন হক (৬৩৯); ধুবুলিয়া শ্যামাপ্রসাদ শিক্ষায়তন: পরীক্ষার্থী: ১২৬, উত্তীর্ণ: ১১৪, সর্বোচ্চ: অরুপ বিশ্বাস (৬০২); আনন্দনগর হাই স্কুল: পরীক্ষার্থী: ১৮২, উত্তীর্ণ: ১৬৮, সর্বোচ্চ: নাতাশা খান (৫৩৬); ফুলিয়া বিদ্যামন্দির: পরীক্ষার্থী: ২৩৯, উত্তীর্ণ: ১৩৭, সর্বোচ্চ: সাথী নাগ (৫৬৪); রাধারানী নারী শিক্ষা মন্দির: পরীক্ষার্থী: ২৬৯, উত্তীর্ণ: ২৪৫, সর্বোচ্চ: অণ্বেষা গাইন (৬৩৩); বগুলা পূর্বপাড়া হাইস্কুল: পরীক্ষার্থী: ৩১৮, উত্তীর্ণ: ৩১৩, সর্বোচ্চ: বাঁধন বিশ্বাস (৬৪১); হাঁসখালি হাইস্কুল: পরীক্ষার্থী: ১৮২, উত্তীর্ণ: ১৭২, সর্বোচ্চ: বৈশাখী মণ্ডল (৬৪১); হাঁসখালি সমবায় বিদ্যাপিঠ: পরীক্ষার্থী: ১৪৫, উত্তীর্ণ: ১৪৪, সর্বোচ্চ: নবনীতা পাল (৬০৭); নবদ্বীপ বকুলতলা উচ্চ বিদ্যালয় (বয়েজ): পরীক্ষার্থী: ১৭৮, উত্তীর্ণ: ১৭৮, সর্বোচ্চ: সিঞ্চন ঘোষ (৬৭১), নবদ্বীপ হিন্দু স্কুল: পরীক্ষার্থী: ১৬৯, উত্তীর্ণ: ১৬৫, সর্বোচ্চ: সৌম্যদীপ রাহা (৬৬৫); নবদ্বীপ বালিকা বিদ্যালয়: পরীক্ষার্থী: ১৫৭, উত্তীর্ণ: ১৫৭, সর্বোচ্চ: স্নেহা পাল (৬৬১); নবদ্বীপ তারাসুন্দরী গার্লস হাইস্কুল: পরীক্ষার্থী: ২১০, উত্তীর্ণ: ২০৯, সর্বোচ্চ: প্রলম্বিকা রায় (৬৫৪); স্বরূপগঞ্জ ভাগীরথী বিদ্যাপীঠ: পরীক্ষার্থী: ১৯৩, উত্তীর্ণ: ১৬৩, সর্বোচ্চ: পবিত্র দেবনাথ (৬৩১); নবদ্বীপ শিক্ষামন্দির: পরীক্ষার্থী: ১৪১, উত্তীর্ণ: ১৩৩, সর্বোচ্চ: সঞ্জীব সাহা (৬২৩); নবদ্বীপ বাণী বিদ্যাপীঠ: পরীক্ষার্থী: ০৭, উত্তীর্ণ: ০৬, সর্বোচ্চ: পারমিতা হালদার (৬১৯); স্বরূপগঞ্জ পানশিলা বালিকা বিদ্যালয়: পরীক্ষার্থী: ২৭২, উত্তীর্ণ: ১৮৯, সর্বোচ্চ: ঊর্মিলা দেবনাথ (৬১৩); বামুনপুকুর হাইস্কুল: পরীক্ষার্থী: ৩৪২, উত্তীর্ণ: ২৬৭, সর্বোচ্চ: নাজমুল মল্লিক (৫৯৫); নবদ্বীপ জাতীয় বিদ্যালয় (বয়েজ): পরীক্ষার্থী: ১০১, উত্তীর্ণ: ৯৫, সর্বোচ্চ: রঞ্জিত হালদার (৫৭৪); মায়াপুর ঠাকুর ভক্তিবিনোদ ইনস্টিটিউট: পরীক্ষার্থী: ২০৩, উত্তীর্ণ: ১৭৭, সর্বোচ্চ: রাজেশ ঘোষ (৫৭২); নবদ্বীপ বকুলতলা বালিকা বিদ্যালয়: পরীক্ষার্থী: ১৫২, উত্তীর্ণ: ১৩৫, সর্বোচ্চ: শ্রাবন্তী ঘোষ (৫৪৫), নবদ্বীপ ধাম বিদ্যাপীঠ: পরীক্ষার্থী: ২৯, উত্তীর্ণ: ২৩, সর্বোচ্চ: সুচিত্রা মণ্ডল (৫২৩)

জঙ্গিপুর মহকুমা

জঙ্গিপুর বালিকা বিদ্যালয়: পরীক্ষার্থী: ২৯১, উত্তীর্ণ: ১৯৪, সর্বোচ্চ: মাহাফুজা খান (৬৫৭); ভাসাই পাইকর হাইস্কুল: পরীক্ষার্থী: ৩২১, উত্তীর্ণ: ২৫৪, সর্বোচ্চ: মহম্মদ আমির হোসেন (৬৫২); মির্জাপুর হাইস্কুল: পরীক্ষার্থী: ১৮১, উত্তীর্ণ: ১৭৫, সর্বোচ্চ: প্রলয় দাস (৬৪৯); রঘুনাথগঞ্জ বালিকা বিদ্যালয়: পরীক্ষার্থী: ৩২৮, উত্তীর্ণ: ২০২, সর্বোচ্চ: প্রচেতা ঘোষ (৬৪৬); আহিরণ হেমাঙ্গিনী হাইস্কুল: পরীক্ষার্থী: ২৯০, উত্তীর্ণ: ২৬৫, সর্বোচ্চ: নিত্যগোপাল হালদার (৬৪৬); চাচন্ড বি জে হাইস্কুল: পরীক্ষার্থী: ৪০৫, উত্তীর্ণ: ৩৩২, সর্বোচ্চ: তাহাসিনা সুরাইয়া (৬৪৫); কাঞ্চনতলা হাইস্কুল: পরীক্ষার্থী: ৩৩৫, উত্তীর্ণ: ৩১৭, সর্বোচ্চ: সামশি রেজা (৬৪৪); বন্যেশ্বর উচ্চ বিদ্যালয়: পরীক্ষার্থী: ৬৩, উত্তীর্ণ: ৬৩, সর্বোচ্চ: সায়ন্তন দত্ত (৬৪১); শ্রীকান্তবাটি হাইস্কুল: পরীক্ষার্থী: ৪৮১, উত্তীর্ণ: ৩৯৭, সর্বোচ্চ: উর্মিতা রায় (৬৩৫); মির্জাপুর বালিকা বিদ্যালয়: পরীক্ষার্থী: ২৪৩, উত্তীর্ণ: ১৫৫, সর্বোচ্চ: রচনা সাহা (৬৩১); সাগরদিঘি বালিকা বিদ্যালয়: পরীক্ষার্থী: ২০৭, উত্তীর্ণ: ১৯২, সর্বোচ্চ: নৌসিন ফারহানা (৬২৯); গাইডেন্স অ্যাকাডেমি: পরীক্ষার্থী: ১০৭, উত্তীর্ণ: ১০৭, সর্বোচ্চ: আব্দুল করিম (৬২৬); জোতকমল হাইস্কুল: পরীক্ষার্থী: ৩৩০, উত্তীর্ণ: ৩০২, সর্বোচ্চ: আলামিন শেখ (৬২৬); সাগরদিঘি এস এন হাইস্কুল: পরীক্ষার্থী: ১১৭, উত্তীর্ণ: ১১৬, সর্বোচ্চ: শান্তনু পোদ্দার (৬২৩); জঙ্গিপুর হাইস্কুল: পরীক্ষার্থী: ১৫৯, উত্তীর্ণ: ১৫৮, সর্বোচ্চ: অনুত্তোর মণ্ডল (৬২১); অরঙ্গাবাদ হাইস্কুল: পরীক্ষার্থী: ২৭৬, উত্তীর্ণ: ২২১, সর্বোচ্চ: ইকবাল জাভেদ (৬১৫); কাবিলপুর উচ্চ বিদ্যালয়: পরীক্ষার্থী: ২৩০, উত্তীর্ণ: ২২৯, সর্বোচ্চ: হেদায়েতুন্নেসা (৬১৪); মেঘা সিয়ারা হাইস্কুল: পরীক্ষার্থী: ১৩৫, উত্তীর্ণ: ১০৭, সর্বোচ্চ: অঙ্কিতা দত্ত (৬০৫); সাহেবনগর হাইস্কুল: পরীক্ষার্থী: ৩০৯, উত্তীর্ণ: ২৯২, সর্বোচ্চ: বীথি দাস (৬০১); জিনদিঘি হাইস্কুল: পরীক্ষার্থী: ১৪০, উত্তীর্ণ: ১০৮, সর্বোচ্চ: এব্রাহিম মোল্লা (৬০১); বহুতালি হাইস্কুল: পরীক্ষার্থী: ২২২, উত্তীর্ণ: ১৭৬, সর্বোচ্চ: মিলি মণ্ডল (৫৯৬); নিউ ফরাক্কা হাইস্কুল: পরীক্ষার্থী: ২৩৭, উত্তীর্ণ: ১৯৪, সর্বোচ্চ: পিউ মিস্ত্রি (৫৯০); বাঙাবাড়ি হাইস্কুল: পরীক্ষার্থী: ১৮৫, উত্তীর্ণ: ১৪৮, সর্বোচ্চ: ইন্দ্রজিৎ দাস (৫৮২); কালীতলা হাইস্কুল: পরীক্ষার্থী: ২৩২, উত্তীর্ণ: ১৮০, সর্বোচ্চ: পল্লবী কর্মকার (৫৮১); হরহরি হাইস্কুল: পরীক্ষার্থী: ২১৩, উত্তীর্ণ: ১৯৯, সর্বোচ্চ: তাসলিমা খাতুন (৫৫৫);

কান্দি

গুণানন্দবাটী এইচএকেএম উচ্চ বিদ্যালয়: পরীক্ষার্থী: ১৬৩, উত্তীর্ণ: ১৩৭, সর্বোচ্চ: ত্রিলোচন মণ্ডল ও অভিজিত পাল (৫৮৯); কাগ্রাম অমর নাথ মুখোপাধ্যায় উচ্চ বিদ্যালয়: পরীক্ষার্থী: ১৫৩, উত্তীর্ণ: ১৩৪, সর্বোচ্চ: পল্লবী মণ্ডল (৫৭৬); বহড়া আদর্শ বিদ্যাপীঠ: পরীক্ষার্থী: ১৩০, উত্তীর্ণ: ১০০, সর্বোচ্চ: আদিত্য অধিকারী (৫৬০); পারুলিয়া হরিচরণ উচ্চ বিদ্যালয়: পরীক্ষার্থী: ১১৩, উত্তীর্ণ: ৯৮, সর্বোচ্চ: আপন শেখ (৫৫৫)।

(চলবে)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement