দেহ ঘিরে বিলাপ। নিজস্ব চিত্র
ইভিএমে বোতাম টিপে ভোট দেওয়ার পরেই মৃত্যু হল কালীগঞ্জ বল্লভপাড়া খাসপাড়ার বাসিন্দা সালেমা শেখের (৫৬)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সকাল ১০টা নাগাদ ওই মহিলা বল্লভাপাড়া জগন্নাথ আশ্রম জি এস এফ স্কুলের ভোটকেন্দ্রে ভোট দিতে এসে পৌঁছান। কালীগঞ্জ বিধানসভার ৮০/ ২২৪ নম্বর বুথে ওই মহিলা পৌঁছনোর পর বেশ খানিক ক্ষণ ভোটের লাইনে দাঁড়ান। স্কুলের মাঠের মধ্যে খোলা জায়গায় ভোটারদের জন্য লাইন করা হয়েছিল। সেখানে চড়া রোদের মধ্যে বেশ কিছু ক্ষণ দাঁড়িয়ে থাকেন ওই মহিলা ভোটার। বুথের ভিতরে লাইন এগিয়ে গেলে সালেমা তাঁর স্বামীর সঙ্গে বুথের ভিতরে ঢুকে আসেন।
সেই সময়েই ওই মহিলা ভোটারের শরীর খারাপ লাগছিল বলে তাঁর স্বামী আলি হোসেন শেখকে জানিয়েছিলেন। কিন্তু তার পরেও ভোটদান কক্ষে ভোট দিতে ঢুকে যান সালেমা। ইভিএমে বোতাম টেপার পর মুহূর্তেই তিনি স্বামীকে এক বার ডাকেন এবং সঙ্গে সঙ্গে মাটিতে জ্ঞান হারিয়ে পড়ে যান। সে সময়ে বুথের ভিতরে উপস্থিত ছিলেন প্রিসাইডিং অফিসার এবং ভোটকর্মীরা। তাঁর স্বামীও বাইরে থেকে ডাক শুনে ভিতরে চলে আসেন। সালেমাকে প্রাথমিক শুশ্রুষা করে চোখে-মুখে জল দেওয়া হয়। তার পরেও জ্ঞান ফেরেনি সালেমার। আধা সামরিক বাহিনী, এক জন ভোটকর্মী এবং স্থানীয়দের সাহায্যে সালেমাকে ওই অবস্থায় টোটোয় চাপিয়ে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক সালেমাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। তাঁর অনুমান, সানস্ট্রোকের ফলেই মৃত্যু হয়েছে ওই মহিলার। পুলিশ সূত্রে জানানো হয়েছে, এর পর সালেমার দেহ কাটোয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দেহটির ময়নাতদন্ত করা হয়েছে। সালেমার স্বামী আলি এ দিন বলেন, ‘‘ভোটটা দিয়েই ইভিএমের সামনে সালেমা পড়ে যায়। সংজ্ঞা হারায়। আমি ছুটে গিয়ে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই। যত ক্ষণে পৌঁছলাম, তত ক্ষণে সব শেষ।’’ বিডিও নাদির হোসেনকে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি এ দিন ফোন ধরেননি।