সোমবার বহরমপুরে এলেন রাজ্যের বিশেষ পুলিশ-পর্যবেক্ষক বিবেক দুবে। ছবি: গৌতম প্রামাণিক
তিনি এলেন। আলাদা আলাদা ভাবে বৈঠক করলেন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও। তাঁর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের জেলাশাসক পি উলাগানাথন ও পুলিশ সুপার মুকেশ কুমার। তবে তাল কাটল কংগ্রেসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের সময়। তাঁদের সঙ্গে একাই বৈঠক করলেন রাজ্যের বিশেষ পুলিশ-পর্যবেক্ষক বিবেক দুবে।
প্রদেশ কংগ্রেসের সম্পাদক ঋজু ঘোষাল বলছেন, ‘‘আমাদের অভিযোগ তো জেলাশাসক ও পুলিশ সুপার-সহ একাধিক পুলিশ আধিকারিকদের বিরুদ্ধেই। ফলে এসপি, ডিএমের সামনে সেই বিষয়গুলো বলতে চাইনি। সেই কারণেই আমরা অনুরোধ করেছিলাম, যা বলার তা বিশেষ পুলিশ পর্যবেক্ষককে একাই বলব। অন্য কারও সামনে নয়। সেই মতো সবটাই তাঁকে বলেছি। তিনিও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।’’
জেলাশাসক থেকে পুলিশ সুপার-সহ জেলার একাধিক পুলিশ অফিসার শাসক দলের হয়ে কাজ করছেন। তাঁদের বদলি করা না হলে অবাধ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে না। সম্প্রতি কয়েক দফায় নির্বাচন কমিশনে এমনই অভিযোগ করেছিলেন বহরমপুরের কংগ্রেসের সাংসদ অধীর চৌধুরী। সোমবার দলের সাংসদের সুরেই তাঁদের বদলি চেয়ে রাজ্যের বিশেষ পুলিশ-পর্যবেক্ষক বিবেক দুবের কাছে অভিযোগ করলেন কংগ্রেসের প্রতিনিধিরাও।
সোমবার বিকেলে হেলিকপ্টারে বহরমপুরে আসেন বিবেক। পরে সার্কিট হাউসেই তিনি একে একে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন। সব দলই অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবি জানিয়েছে। তবে তৃণমূল বাদে সব দলই তাঁর কাছে প্রত্যেকটি বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়েছে।
বিবেক বলেন, ‘‘মুর্শিদাবাদ, কোচবিহার-সহ রাজ্যের বিভিন্ন জেলায় যাচ্ছি। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন। বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পরামর্শ নিতে তাদের সাথে বৈঠক করেছি। তাঁরা পরামর্শও দিয়েছেন।’’
জেলা তৃণমূলের মুখপাত্র অশোক দাস বলেন, ‘‘এই জেলায় তৃণমূল কংগ্রেস বিরোধী দলে রয়েছে। একের পর এক আমাদের নেতাকর্মী খুন হয়েছেন। কংগ্রেসের গুন্ডারা খুনের সঙ্গে যুক্ত। এখনও অধীর চৌধুরীর নেতৃত্বে তারা ভয় দেখাচ্ছে।’’ কংগ্রেস অবশ্য তৃণমূলের এই দাবি উড়িয়ে দিয়েছে।
সিপিএমের জেলা সম্পাদক মৃগাঙ্ক ভট্টাচার্য বলেন, ‘‘পঞ্চায়েত নির্বাচনে মানুষ নিজের ভোট নিজে দিতে পারেনি। এ বারে মানুষ নিজের ভোট নিজে দিতে পারবেন, এমন আস্থা নেই। আমরা সেটাই বিশেষ পুলিশ পর্যবেক্ষককে বলেছি।’’
বিজেপির প্রতিনিধি দলের সদস্য সৃজন রায় বলেন, ‘‘এ বারে যাতে মানুষ ভোট দিতে পারেন, বিবেক দুবের কাছে সেই দাবি জানিয়েছি।’’