তৃণমূলের বাইক মিছিল, নালিশ

কংগ্রেস প্রার্থী অভিজিৎ মুখোপাধ্যায়ও এদিন প্রচারে বেরিয়েছিলেন। একই ব্লকে। তাঁরও অভিযোগ, “এত বাইক নিয়ে মিছিলের অনুমতি কি ছিল?’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জঙ্গিপুর শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৯ ০১:৫৩
Share:

তৃণমূলের বাইক বাহিনী। —নিজস্ব চিত্র।

শ’ দুয়েক মোটরবাইক নিয়ে তৃণমূলের বিশাল মিছিল রবিবার দিনভর দাপিয়ে বেড়াল রঘুনাথগঞ্জ-২ ব্লকের একাধিক গ্রাম। যা দেখে হতবাক ওই কেন্দ্রের সিপিএম এবং কংগ্রেস প্রার্থীরাও। একই ব্লকেরই বিভিন্ন জায়গায় এদিন প্রচারে বেরিয়ে ছিলেন তাঁরাও। তাঁদের অভিযোগ, স্থানীয় প্রশাসন ও পুলিশকে জানিয়েও কোনও ফল হয়নি। কেন্দ্রীয় বাহিনীকেও কোথাও দেখা যায়নি।

Advertisement

সিপিএম প্রার্থী জুলফিকার আলি ব্লকেরই সম্মতিনগরে ভোট প্রচারে বেরিয়েছিলেন। তাঁর অভিযোগ, “নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী, সর্বাধিক ১০টি মোটরবাইক নিয়ে প্রচার মিছিল করতে পারে কোনও দল। কিন্তু এদিন কাশিয়াডাঙা, লক্ষ্মীজোলা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে তৃণমূল প্রার্থীকে নিয়ে দুশোর বেশি বাইক ঘুরে বেরিয়েছে। এভাবে মিছিল করে কমিশনের নির্দেশকেই তারা অমান্য করল। পঞ্চায়েত ভোটের অভিজ্ঞতা সাধারণ ভোটারদের মনে করিয়ে দিতে তারা বারবার একই ঘটনা ঘটাচ্ছে। উদ্দেশ্য, মানুষ স্বাধীনভাবে ভোট দিতে ভয় পান। বিষয়টি আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি।’’

সিপিএম প্রার্থীর আরও অভিযোগ, ‘‘এলাকায় এভাবে বাইক মিছিল হল। অথচ কোথাও পুলিশের দেখা মেলেনি। কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ হচ্ছে না কোথাও। এতে হতবাক আমরা। আমরা আজ প্রচারে গিয়ে সাধারণ মানুষের কাছে সেই আশঙ্কার কথাই শুনেছি। ভোটারদের আশঙ্কা, জঙ্গিপুরে শাসকদল নির্বিঘ্ন ভোট করতে দেবে না, পঞ্চায়েত ভোটের পুনরাবৃত্তিই হবে এখানে।’’

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

কংগ্রেস প্রার্থী অভিজিৎ মুখোপাধ্যায়ও এদিন প্রচারে বেরিয়েছিলেন। একই ব্লকে। তাঁরও অভিযোগ, “এত বাইক নিয়ে মিছিলের অনুমতি কি ছিল? এটাই জানতে চাই। অল্পসংখ্যক বাইক নিয়ে মিছিল করা যেতেই পারে। কিন্তু দুশো বাইক নিয়ে মিছিল! দীর্ঘক্ষণ ধরে বাইক মিছিল হল। কোথাও তাদের আটকানো গেল না কেন? সমস্ত ঘটনা জানিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হবে।’’

অন্যদিকে, মিছিলে প্রচুর সংখ্যায় বাইক থাকার কথা স্বীকার করে নিয়েছেন তৃণমূলের জঙ্গিপুর মহকুমা সভাপতি বিকাশ নন্দও। যদিও তাঁর দাবি, ‘‘দলের তরফে নিয়ম মেনেই মিছিল বের করা হয়েছিল এদিন। কিন্তু এলাকার মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে একে একে বিভিন্ন গ্রাম থেকে বাইক নিয়ে তাতে তাতে শামিল হন। বার বার বারণ করেও তাঁদের নিরস্ত করা যায়নি এই অবস্থায় দলীয় নেতৃত্বের কিছু করার ছিল না।” মিছিলে একটি গাড়িতে ছিলেন তৃণমূল প্রার্থী খলিলুর রহমানও। তিনি অবশ্য এ নিয়ে কোনও মন্তব্য করেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement