ছবি: সজল চট্টোপাধ্যায়।
ভারতীয় বিজ্ঞান শিক্ষা ও গবেষণা কেন্দ্রের তৃতীয় সমাবর্তনে যোগ দিলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। মঙ্গলবার হরিণঘাটায় ওই অনুষ্ঠানে এসে তিনি মন্তব্য করেন, ‘‘সঠিক পথে এগোচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠান।’’ এখানকার পড়ুয়ারা বিজ্ঞান শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তিনি আশাবাদী। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘‘শিক্ষায় আগ্রহ বেড়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য আগ্রহীর সংখ্যাও প্রচুর। কিন্তু, সেই তুলনায় শিক্ষা প্রতিষ্ঠান কম। সে জন্য ভর্তি নিয়ে সমস্যা তৈরি হচ্ছে।’’ তাঁর মত, ‘‘শিক্ষা প্রতিষ্ঠান ও আগ্রহী পড়ুয়াদের মধ্যে সুসম্পর্ক থাকা উচিত। ভর্তি হওয়ার একমাত্র মাপকাঠি হওয়া উচিত মেধা।’’ রাজ্যপাল ছাড়াও এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রের পরিচালন সমিতির সভাপতি পঙ্কজ প্যাটেল, অধিকর্তা আর এন মুখোপাধ্যায়-সহ অনেকেই। এ দিন ১১৬ জন পড়ুয়াকে সোনার মেডেল ও ডিগ্রি দেওয়া হয়। বিশিষ্ট বিজ্ঞানী এম এস স্বামীনাথনকে সাম্মানিক ডিএসসি ডিগ্রি দেওয়া হয়েছে। যদিও এ দিন তিনি উপস্থিত ছিলেন না।