কান্দির সপ্তপুরী স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ভাইফোঁটা। নিজস্ব চিত্র।
সাম্প্রদায়িক সম্প্রীতি লক্ষ্যে ভাইফোঁটার আয়োজন করে কান্দির সপ্তপুরী স্বেচ্ছাসেবী সংস্থা। কান্দি মহকুমার বিভিন্ন এলাকায় ভবঘুরে মানুষ এবং হকারদের ভাইফোঁটা দেওয়ার আয়োজন করা হয়। শুধু ফোঁটা দেওয়াই নয় তাঁদের জন্য এদিন দুপুরে মাংস-ভাত খাওয়ানোর ব্যবস্থা করেন সপ্তপুরী স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা।
সপ্তপুরী স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক সুদীপ অধিকারী বলেন, “প্রতি বছর বোনেদের হাত থেকে আজকের দিনে আমরা সবাই ফোঁটা পাই। কিন্তু রাস্তায় কাজ করা হকার ভাইরা এবং ভবঘুরে মানুষেরাই বা কেন বঞ্চিত হবেন? তাই তাঁদের পাশে দাঁড়িয়ে ভাতৃত্বের মেলবন্ধন তৈরি করার লক্ষ্যে এই ফোঁটার আয়োজন। দুপুরে তাঁদের জন্য খাবার ব্যবস্থাও করা হয়।”
রাস্তায় বরিয়ে হঠাৎ ফোঁটা পেয়ে আর দুপুরে পেট ভরে খাওয়ার আয়োজন দেখে স্বাভাবিক ভাবেই খুশি হকার থেকে ভবেঘুরে মানুষেরা। সপ্তপুরী স্বেচ্ছাসেবী সংস্থার এই উদ্যোগের প্রশংসা করছেন কান্দি শহরবাসীরা।