High Gold Price

ধনতেরসের মুখে চিন্তায় স্বর্ণশিল্পীরা

দিন কয়েকের মধ্যেই ধনতেরস। তার আগে প্রতি ১০ গ্রাম পাকা সোনা (২৪ ক্যারেট) দাম পৌঁছেছিল প্রায় ৮১ হাজার টাকায়।

Advertisement

সেবাব্রত মুখোপাধ্যায়

বেলডাঙা শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৪ ০৯:৪৪
Share:

সোনার গয়নার ছবি। নিজস্ব চিত্র।

সোনার দাম বেড়েই চলেছে। তার মধ্যে বৃহস্পতিবারের পর শুক্রবার সোনার দাম কিছুটা নেমেছে। তার ফলে ধনতেরসের আগে অল্প হলেও হাসি ফুটেছে ক্রেতা ও বিক্রেতাদের মুখে। খুচরো পাকা সোনা প্রতি ১০ গ্রামের দাম কমেছে ৩০০ টাকা। তার আগে প্রতিদিন নতুন নতুন রেকর্ড তৈরি করছে সোনা। ফলে ছোট কারবারি থেকে বড় কারবারি সকলেই এই দাম বাড়াকে কেন্দ্র করে সমস্যার মধ্যে রয়েছেন। নাকাল হয়েছেন স্বর্ণ শিল্পীরাও।

Advertisement

দিন কয়েকের মধ্যেই ধনতেরস। তার আগে প্রতি ১০ গ্রাম পাকা সোনা (২৪ ক্যারেট) দাম পৌঁছেছিল প্রায় ৮১ হাজার টাকায়। ফলে পায়ে পায়ে হোঁচট খেতে হয়েছে ক্রেতা থেকে বিক্রেতা সকলকে।

কী অবস্থা সোনার দোকানে?

Advertisement

বেলডাঙার এক স্বর্ণ শিল্পীর দোকানে এক মহিলা ক্রেতা সোনার অলঙ্কার তৈরি করতে এসেছেন। তিনি পাঁচ হাজার টাকা অগ্রিম দিয়ে সোনার অলঙ্কার তৈরি করার কথা বলেছেন। স্বর্ণ শিল্পী জানাচ্ছেন, ‘‘আপনি কবে সোনার অলঙ্কার নেবেন?’’ ওই মহিলার কথায়, ‘‘টাকা জোগাড় করতে পারলেই অলঙ্কার নিয়ে যাব।’’

এখানেই সমস্যা তৈরি হচ্ছে। গত বুধবার ১০ গ্রাম পাকা সোনার দাম প্রায় ৮১ হাজার টাকায় পৌঁছায়। সেটা ২ মাস পরে কত টাকায় চলে যাবে কে জানে। ফলে সেটা সেই দিনের দামেই নিতে হবে বলে জানাচ্ছেন স্বর্ণ শিল্পীরা। বেলডাঙা বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতির সম্পাদক সঞ্জয় দত্ত বলেন, “সোনার বাজারে শোচনীয় অবস্থা। প্রতিদিন সোনার দামে রেকর্ড তৈরি করছে। মঙ্গলবার ছিল পাকা সোনার দাম ৮০ হাজার টাকা। সেটা বুধবার ৮১ হাজারে পৌঁছেছে। ধনতেরসে সেই দাম ৯০ হাজারে পৌঁছবে কি না জানি না। ফলে কী বলব বুঝতে পারছি না। রুপোর দামও খুব বেড়ে গিয়েছে।তবে সোনার দাম সামান্য কমেছে, এটা স্বস্তির।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement