Murshidabad

বৈদ্যুতিক তারে সংযুক্ত হয়ে বড়ঞায় আগুনে ভস্মীভূত চলন্ত গাড়ি

খড় বোঝাই চারচাকার গাড়িটি লাভপুর থেকে সুন্দরপুরের দিকে আসছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বড়ঞা শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২০ ১৩:৫০
Share:

চলন্ত গাড়িতে আগুন। নিজস্ব চিত্র।

খড় বোঝাই করে রাস্তা দিয়ে যাচ্ছিল একটি মালবাহী গাড়ি। চলন্ত অবস্থায় বৈদ্যুতিক তারে সংযুক্ত হয়ে যায় তা। যার জেরে আগুন লাগে সেই চলন্ত গাড়িতে। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার চৈৎপুর গ্রামে। তার পরই ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Advertisement

খড় বোঝাই চারচাকার গাড়িটি লাভপুর থেকে সুন্দরপুরের দিকে আসছিল। তখনই চৈৎপুরের কাছে আগুন লাগার ঘটনাটি ঘটে। খবর পেয়ে সেখানে পৌঁছেছিল দমকল এবং পুলিশ। দমকল আগুন নেভানোর কাজ করে। কিন্তু ততক্ষণে গাড়িটির অধিকাংশ ভস্মীভূত হয়ে গিয়েছিল।

আগুন লাগার ঘটনার পর সেখান থেকে পালিয়ে গিয়েছে চালক। অগ্নিদগ্ধ অবস্থায় গাড়িটি রাস্তার উপরই ছিল। পরে পুলিশ গাড়িটিতে থানায় নিয়ে এসেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement