ভাগীরথী সমবায়ে ভোট, মনোজকে আশ্বাস মন্ত্রীর

ভুয়ো ভোটারদের বাদ দিয়ে অবিলম্বে মুর্শিদাবাদ জেলার ভাগীরথী দুগ্ধ সমবায় সমিতিতে নির্বাচন করার জন্য কংগ্রেসের হুইপ মনোজ চক্রবর্তী সোমবার বিধানসভায় সমবায় মন্ত্রী অরূপ রায়কে অনুরোধ করেন। তাঁর আবেদনে সাড়া দিয়ে মন্ত্রী জানিয়েছেন, তিনি জরুরী ভিত্তিতে বিষয়টি দেখবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুন ২০১৬ ০১:৪৩
Share:

ভুয়ো ভোটারদের বাদ দিয়ে অবিলম্বে মুর্শিদাবাদ জেলার ভাগীরথী দুগ্ধ সমবায় সমিতিতে নির্বাচন করার জন্য কংগ্রেসের হুইপ মনোজ চক্রবর্তী সোমবার বিধানসভায় সমবায় মন্ত্রী অরূপ রায়কে অনুরোধ করেন। তাঁর আবেদনে সাড়া দিয়ে মন্ত্রী জানিয়েছেন, তিনি জরুরী ভিত্তিতে বিষয়টি দেখবেন। ২০০৯ সালের পরে ভাগীরথী দুগ্ধ সমবায় সমিতিতে আর নির্বাচন হয়নি। ২০১৫ সালে তৎকালীন সমবায় মন্ত্রী জ্যোতির্ময় করকে এ ব্যাপারে অনুরোধ করেছিলেন মনোজবাবু। তখনও জ্যোতির্ময়বাবু নির্বাচনের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু নির্বাচন হয়নি। এ দিন পুনরায় মনোজবাবু বিষয়টি উত্থাপন করলে অরূপবাবু বলেন, ‘‘প্রত্যেক সমবায়ে নির্বাচন করার দায়িত্ব আমাদের।’’ মনোজবাবুকে আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, ‘‘আপনি কাগজপত্র দিন। বিষয়টি দেখছি।’’ পরে মনোজবাবু জানান, ‘‘সরকার এক বার নির্বাচনের তারিখ ঘোষণা করছে। আবার নির্ভুল ভোটার তালিকা নিয়ে প্রশ্ন তুলে ভোটগ্রহণ প্রক্রিয়া পিছিয়ে দিচ্ছে। এটা যাতে বন্ধ হয়, নির্বাচিত সমবায় যাতে সুষ্ঠু ভাবে চলে আমি সেই চেষ্টাই করছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement