রাতের অন্ধকারে ভাঙচুর ডিএল কলেজে

রাতের অন্ধকারে কৃষ্ণনগরের দ্বিজেন্দ্রলাল কলেজের ভিতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালালো এক দল দুষ্কৃতী। অভিযোগ, রাত সাড়ে দশটা নাগাদ তারা পাঁচিল টপকে কলেজের ভিতরে ঢুকে জলের কল, ফুলের টবের পাশাপাশি ছাত্র সংসদের ঘরে ব্যাপক ভাঙচুর করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কৃষ্ণনগর শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৬ ০০:০৭
Share:

রাতের অন্ধকারে কৃষ্ণনগরের দ্বিজেন্দ্রলাল কলেজের ভিতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালালো এক দল দুষ্কৃতী। অভিযোগ, রাত সাড়ে দশটা নাগাদ তারা পাঁচিল টপকে কলেজের ভিতরে ঢুকে জলের কল, ফুলের টবের পাশাপাশি ছাত্র সংসদের ঘরে ব্যাপক ভাঙচুর করে।

Advertisement

টিএমসিপির এক অংশের অভিযোগ, আলমারির ভিতর থেকে বেশ কয়েক হাজার টাকাও লুঠ করে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসার আগেই দুষ্কৃতীরা পালিয়ে যায়। কলেজের পক্ষ থেকে কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

কলেজের অধ্যক্ষ সাহাজাহান আলি বলেন, “রাতের অন্ধকারে একদল ছেলে ভিতরে ঢুকেছিল। তারা বেশ কিছু জিনিস ভাঙচুর করেছে। তবে নৈশ্যপ্রহরী তাদের কাউকেই অন্ধকারে চিনতে পারেননি। পুলিশকে বলেছি, তদন্ত করে এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে।”

Advertisement

কলেজ কর্তৃপক্ষ নির্দিষ্ট করে কারও বিরুদ্ধে অভিযোগ দায়ের না করলেও এই ঘটনাকে ঘিরে টিএমসিপি-র গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে চলে এসেছে। ছাত্র সংসদের প্রাক্তন জিএস তৃণমূলের শুভ ঘোষ অভিযোগের আঙুল তুলেছে কলেজের আর এক প্রাক্তন জিএস তৃণমূলের সুমিত ঘোষের বিরুদ্ধে। কলেজের দখল নিয়ে দীর্ঘদিন ধরেই দু’পক্ষের মধ্যে বিবাদ চলছে। এই মুহুর্তে শুভ ঘোষরাই কলেজে ক্ষমতায় রয়েছে। তাঁর অভিযোগ, সুমিতকে ছাত্রছাত্রীরা ত্যাগ করেছে। তার পরেও সে জোর করে কলেজে ঢুকতে চাইছে। সেই কারণেই দলবল নিয়ে রাতের অন্ধকারে এই তান্ডব।” যদিও সুমিত ঘোষের কথায়, “পড়ুয়ারা মুখ ফিরিয়ে নিয়েছে বুঝতে পেরে নিজেরাই নাটক করছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement