মুর্শিদাবাদ সীমান্তে গুলিবিদ্ধ যুবকের দেহ উদ্ধার

চোরাচালানকারী সন্দেহে বিএসএফ-এর গুলিতে তাঁর মৃত্যু হয়েছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ।  

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২০ ১৫:৪৮
Share:

হাসপাতালে হাবিবুরের দেহ। নিজস্ব চিত্র।

এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদ জেলার রানিনগর থানার অন্তর্গত পুরাতনদিঘি এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম হাবিবুর সেখ। তাঁর দেহে একাধিক গুলির আঘাত রয়েছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। চোরাচালানকারী সন্দেহে বিএসএফ-এর গুলিতে তাঁর মৃত্যু হয়েছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ।

Advertisement

পরিবারের সদস্যরা জানিয়েছেন, মঙ্গলবার রাতে হাবিবুর সেখ বাড়ি থেকে বেরিয়েছিলেন। তার পর বুধবারে মাঠের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় তাঁর দেহ উদ্ধার করা হয়। পরিবারের লোকের অনুমান, গরু চরাতে গিয়ে বিএসএফ-এর গুলিতেই মৃত্যু হয়েছে হাবিবুরের।

ঘটনা নিয়ে ডোমকল মহকুমা পুলিশ প্রশাসন জানিয়েছে, এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। তদন্তের স্বার্থে এখনই কিছু বলা সম্ভব নয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement